বৃষ্টি শেষে মিরপুরে আরও সাবধানী ম্যাথিউস-ধনঞ্জয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৫ মে ২০২২
বৃষ্টি শেষে মিরপুরে আরও সাবধানী ম্যাথিউস-ধনঞ্জয়া

বৃষ্টিতে দ্বিতীয় সেশন পন্ড হওয়ার পর তৃতীয় সেশনে মাঠে গড়িয়েছে খেলা বাংলাদেশ-শ্রীলঙ্কার তৃতীয় দিনের খেলা। বৃষ্টির পর তিন দফা পরিদর্শনের পর বিকাল চারটায় শুরু হয় তৃতীয় সেশন। এই সেশনের শুরু থেকেই বাংলদেশি বোলারদের দেখেশুনে খেলা শুরু করেছেন লঙ্কার দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয়া ডি সিলভা।

বুধবার (২৫ মে) তৃতীয় দিনের প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে গিয়েছিল শ্রীলঙ্কা। দলকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয়া ডি সিলভা। তাদের ব্যাটে ভর করেই প্রথম সেশনে ৬৭ রান তোলে লঙ্কানরা।

প্রথম সেশনে ২৭ দশমিক ১ ওভারে ৬৭ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া লঙ্কানরা দ্বিতীয় সেশনে মাঠেই নামতে পারেনি। মিরপুরে বেরসিক বৃষ্টির হানায় পুরো সেশনে মাঠে গড়ায়নি একটি বলও। প্রথম সেশন শেষে লঙ্কানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২১০ রান।

চা বিরতির পর তৃতীয় সেশনে মাঠে গড়ায় খেলা। সেশনের প্রথম বল থেকে বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলা শুরু করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয়া ডি সিলভা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২১৫ রান। প্রথম ইনিংসে এখনো ১৫০ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।

এর আগে মুশফিকুর রহিম এবং লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৫ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। লঙ্কানদের হয়ে পাঁচ উইকেট শিকার করেন কাসুন রাজিথা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

লঙ্কান অধিনায়ককে সেঞ্চুরি বঞ্চিত করলেন সাকিব

লঙ্কান অধিনায়ককে সেঞ্চুরি বঞ্চিত করলেন সাকিব

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

টেস্টে দলীয় রানে সবচেয়ে বেশি অবদানের শীর্ষে মুশফিক-লিটন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

৩২ মাস পর ফিরে প্রত্যাবর্তন রাঙাতে পারলেন না মোসাদ্দেক

৩২ মাস পর ফিরে প্রত্যাবর্তন রাঙাতে পারলেন না মোসাদ্দেক