দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ বর্ষসেরা খেলোয়াড় রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৪ জুন ২০১৮
দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ বর্ষসেরা খেলোয়াড় রাবাদা

দক্ষিণ আফ্রিকার বর্ষ সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিশ্বের এক নম্বর টেস্ট বোলার কাগিসো রাবাদা। শৃঙ্খলা জনিত বিষয় থাকলেও গত এক বছরে ম্যাচ জয়ের ধারাবাহিক পারফরমেন্স বিবেচনায় বর্ষসেরা খেলোয়াড় হলেন তিনি।

গত বছর জুলাইয়ে ইংল্যান্ড সিরিজ থেকে ১২ টেস্টে ১৯ দশমিক ৫২ গড়ে ৭২ উইকেট শিকার করেন রাবাদা। শৃঙ্খলা জনিত কারণে ডিমেরিট পয়েন্ট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে খেলতে পারেননি রাবাদা। এরপর চলতি বছরের শুরুতে নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট মিস করা থেকে বেঁচে যান তিনি।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিতর্কিত চার ম্যাচের টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাবাদা। এ নিয়ে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মত বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন রাবাদা।

এর আগে ২০১৬ সালে এ অ্যাওয়ার্ড জিতেছিলেন তিনি। ফলে হাশিম আমলা, জক ক্যালিস, মাখায়া এনটিনি ও এবি ডি ভিলিয়ার্সের পাশে বসলেন রাবাদা। নিজেদের ক্যারিয়ারে দু’বার করে বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন আমলা, ক্যালিস, এনটিনি ও ডি ভিলিয়ার্স।

বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ছাড়াও বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকা খেলোয়াড়দের দ্বারা নির্বাচিত বর্ষ সেরা খেলোয়াড়, ভক্তদের ভোটে নির্বাচিত বর্ষসেরা খেলোয়াড় এবং বর্ষসেরা ডেলিভারির খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

বোর্ডারকে টপকে কুকের বিশ্বরেকর্ড

বোর্ডারকে টপকে কুকের বিশ্বরেকর্ড

বাংলাদেশের ৭৫ রানের লজ্জাজনক হার

বাংলাদেশের ৭৫ রানের লজ্জাজনক হার

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

বিশ্ব একাদশকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্ব একাদশকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ