ওয়ানডে মেজাজে শান্তর টেস্ট সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৪ জুন ২০২৩
ওয়ানডে মেজাজে শান্তর টেস্ট সেঞ্চুরি

টেস্ট ফরম্যাটে ব্যাটিং গড়টা খুব বেশি ভালো নয় টাইগার ব্যাটার নাজমুল হাসান শান্তর। ২২ টেস্টের ৪২ ইনিংসের শান্তর ব্যাটিং গড় ২৪.৭০। তবে সেই খোলস থেকে যেন বের হচ্ছেন এই টাইগার ব্যাটার। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ওয়ানডে মেজাজে খেলে তুলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও মাহমুদুল হাসান জয়ের সাথে বড় জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারে তুলে নেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেটে অনেকটা ওয়ানডে মেজাজে খেলেন শান্ত। ১১৮ বলে সেঞ্চুরি স্পর্শ করে তিনি। টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি হাঁকানোর পথে ১৯টি চার মারেন তিনি। তবে কোন ছক্কার মার ছিল না। এর আগে ৫৮ বলে ফিফটি স্পর্শ করেন শান্ত।

২০১৭ সালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়ায় শান্ত এর আগে টেস্ট ম্যাচ খেলেছেন ২২টি। যেখানে ৪২ ইনিংসে ব্যাট হাতে মোট রান সংখ্যা ১০১৩। আজকের আগে টেস্ট ক্যারিয়ারে দুটি সেঞ্চুরি ছাড়াও তিনটি ফিফটির ইনিংস রয়েছে তার।

টেস্ট ক্রিকেটে শান্তর সর্বোচ্চ ইনিংস রয়েছে ১৬৩। সর্বশেষ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টেস্টে খালি হাতে ফিরেছিলেন তিনি। তবে সবকিছু জবাব এখন ব্যাট দিয়েই দিচ্ছেন শান্ত।



শেয়ার করুন :