দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে শান্তর জোড়া সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ এএম, ১৬ জুন ২০২৩
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে শান্তর জোড়া সেঞ্চুরি

ব্যাট হাতে যেন উড়ছেন নাজমুল হাসান শান্ত। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে গড়লেন এক বিরল রেকর্ডও। ব্যাট হাতে তুলে নিলেন এক টেস্টে জোড়া সেঞ্চুরি। এ রেকর্ডে শান্ত এখন দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার। প্রথমবারের মতো এমন কীর্তি গড়েছিলেন এ ফরম্যাটের সাবেক অধিনায়ক মমিনুল হক।

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে এমাত্র টেস্টের তৃতীয় দিন শুক্রবার (১৬ জুন) প্রথম সেশনেই টানা সেঞ্চুরি তুলে নেন শান্ত। দ্বিতীয় দিন শেষে ৫৪ রানের অপরাজিত ছিলেন এ টাইগার ব্যাটার।

ওয়ানডে মেজাজে শান্তর টেস্ট সেঞ্চুরি

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি স্পর্শ করতে শান্ত খেলেন ১১৫ বল। ওয়ানডে মেজাজে ৮৬.৯৬ স্ট্রাইক রেটে ব্যাট সেঞ্চুরি করার পথে ১৩টি বাউন্ডারি মারেন শান্ত। প্রথম ইনিংসেও ১১৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। যেখানে কোন ছক্কা না থাকলেও ১৮টি চারের মার মেরেছিলেন।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক টেস্টে শান্তর আগে আর মাত্র একজন রয়েছেন। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের এক টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক মমিনুল হক। ওই টেস্টে যথাক্রমে ১৭৬ ও ১০৫ রান করেন মমিনুল।

শান্তর এমন ‘বাধভাঙা’ সেলিব্রেশন একান্ত নিজের

পাঁচ বছর পর একই টেস্টে জোড়া সেঞ্চুরি দেখলো বাংলাদেশ। তাও আবার প্রথমবারের মতো কীর্তি গড়া সেই মমিনুলকে সাথে নিয়ে এমন কীর্তি গড়েন শান্ত। মিরপুরে প্রথম ইনিংসে শান্তর ব্যাট থেকে এসেছিল ১৪৬ রানের ইনিংস।



শেয়ার করুন :