ভুল স্বীকার করেও মিরাজ বলছেন ‌‘এমনটা হতেই পারে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৪
ভুল স্বীকার করেও মিরাজ বলছেন ‌‘এমনটা হতেই পারে’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০১ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। বরাবরের ন্যায় এ টেস্টেও দুই ইনিংসেই ব্যাট হাতে বাজে পারফর্ম করেছে টাইগাররা। দলের এমন হারে ‘বেশ কয়েকটি ভুল করার’ কথা স্বীকার করলেও সেগুলো ‘হতেই পারে’ বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

অ্যান্টিগায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। বল হাতে শুরুটা ভালো করলেও ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেটে ৪৫০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশও ৯ উইকেটে ২৬৯ রান করে ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশ ইনিংস ঘোষণা করায় প্রথম ইনিংস থেকে ১৮১ রানের লিড পেয়ে ব্যাট করতে নামে ক্যারিবিয়রা। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় সংগ্রহ গড়লেও দ্বিতীয় ইনিংসে সেটি আর করতে দেননি তাসকিন-মিরাজরা।

টাইগার বোলারদের বিপরীতে ১৫২ রানেই শেষ হয়ে যায় উইন্ডিজদের দ্বিতীয় ইনিংস। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। ক্যারিবিয়দের ১৫২ রানের গুটিয়ে দেওয়ার পথে টেস্ট ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট (৬৪-৬) শিকার করেন তাসকিন।

জবাবে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১০৯ রান করে টাইগাররা। ম্যাচ জিততে ৩ উইকেট হাতে নিয়ে ম্যাচের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে আরও ২২৫ রান করতে হতো। তবে শেষ দিন বাকি ৩ উইকেটে মাত্র ২৪ রান যোগ করতে পারে বাংলাদেশ।

ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‍“মনে হয় আমরা সত্যিই ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও সাত উইকেটের পতনের পর তারা একটি জুটি পেয়েছে। সেখানেই হেরে যায় ম্যাচ।”

বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা বেশ পুরোনো সংস্কৃতি। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। তিনি বলেন, “এ ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমি মনে করি, আমরা কয়েকটি ভুল করেছি কিন্তু তা ঘটতে পারে। আমরা আশা করি পরের ম্যাচে শক্তিশালীভাবে ফিরে আসবো।”

ভুলের কথা স্বীকার করে মিরাজ আরও বলেন, “আমরা জানি আমরা কী ভুল করেছি এবং আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আমাদের পেস আক্রমণ আছে- তাসকিন, হাসান ও নাহিদ রানা ভালো বোলিং করেছেন। আমাদের কাছে তাইজুলও আছে, যে প্রথম ইনিংসে সত্যিই ভালো বোলিং করেছে। তাদের পারফরম্যান্সে আমি সত্যিই খুশি।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কিংস্টনে শুরু হবে ৩০ নভেম্বর। ইনজুরির কারণে এ টেস্ট সিরিজের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম খেলতে পারছেন না। শান্ত না থাকায় দলে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।



শেয়ার করুন :