জয়ে রাঙানো হলো না হেরাথের বিদায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০১ পিএম, ০৯ নভেম্বর ২০১৮
জয়ে রাঙানো হলো না হেরাথের বিদায়

ছবি : ক্রিকইনফো

গল টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিলেন শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তবে হেরাথের বিদায়টা জয় দিয়ে রাঙ্গাতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে ২১১ রানের বড় ব্যবধানে হেরে গেছে লঙ্কানরা।

টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় ইংলিশদের। এ ছাড়া সাড়ে ছয় বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জয়ের স্বাদও নিলো ইংল্যান্ড। অবশ্য ২০১২ সালের পর শ্রীলঙ্কার মাটিতে কোন টেস্ট খেলেনি ইংল্যান্ড।

গল টেস্ট জয়ের জন্য তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কাকে ৪৬২ রানের বিশাল টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৫ রান করে শ্রীলঙ্কা। তাই ম্যাচের বাকি দু’দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন পড়ে আরও ৪৪৭ রান। ইংল্যান্ডের দরকার ছিল ১০ উইকেট। দুই ওপেনার দিমুথ করুনারত্নে ৭ ও কুশাল সিলভা ৮ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন সকাল থেকে বেশ সর্তকতার সাথে খেলতে থাকেন শ্রীলঙ্কার দুই ওপেনার করুনাত্নে ও সিলভা। ফলে শ্রীলঙ্কার স্কোর অর্ধশতকে পৌঁছে যায়। এরপরই শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরান বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ। ৩০ রান করা সিলভাকে সাজ ঘরে পাঠান লিচ।

কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফিরেন করুনারত্নেও। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফল বোলার অফ-স্পিনার মঈন আলীর শিকার হন ২৬ রান করা করুনারত্নেকে। দুই ওপেনারের মত তিন নম্বরে নেমে বড় ইংনিস খেলতে ব্যর্থ হন ধনঞ্জয়া ডি সিলভা। ২১ রান করে ইংল্যান্ডের মিডিয়াম পেসার বেন স্টোকসের বলে আউট ডি সিলভা।

বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন কুশল মেন্ডিস ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। মেন্ডিস ৪৫ ও ম্যাথুজ ৫৩ রান করেন। মেন্ডিস ও ম্যাথুজের বিদায়ের পর আর কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ২৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। সেই সাথে বড় ব্যবধানে হার নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় ইনিংসে মঈন ৪টি ও লিচ ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস। অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসে ১০৭ ও ৩৭ রান করেন ফোকস।

এ ম্যাচ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। ক্যান্ডিতে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর কার্ড
ইংল্যান্ড : ৩৪২ ও ৩২২/৬ডি, ৯৩ ওভার (জেনিংস ১৪৬*, বেন স্টোকস ৬২, হেরাথ ২/৫৯)।
শ্রীলংকা : ২০৩ ও ২৫০, ৮৫.১ ওভার (ম্যাথুজ ৫৩, মেন্ডিস ৪৫, মঈন ৪/৭১)।
ফল : ইংল্যান্ড ২১১ রানে জয়ী।


শেয়ার করুন :


আরও পড়ুন

তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়

তলানিতে থাকা জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় পরাজয়

দীর্ঘ পাঁচ বছর অপেক্ষায় ছিল জিম্বাবুয়ে

দীর্ঘ পাঁচ বছর অপেক্ষায় ছিল জিম্বাবুয়ে

আবারও মাঠে দর্শক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আবারও মাঠে দর্শক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

অস্ট্রেলিয়ার টানা সপ্তম হার

অস্ট্রেলিয়ার টানা সপ্তম হার