ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সাহসিকতার অভাব ?

ছবি: এফপি

বারবাডোজেটেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় ভাবে পরাজিত হয় ইংল্যান্ড। মূলত ব্যাটসম্যানদের বাজে পারফম্যান্সের কারণেই এই দশা। কিন্তু ব্যাটসম্যানদের এমন হাল হওয়ার কারণ কি?

ব্যাটসম্যানদের ‘সাহস ও সংকল্পের’ অভাব ছিল বলে মনে করেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। তাই তিনি ব্যাটসম্যানদের ‘সাহসী’ দেখতে চান। চার দিনের মধ্যেই ৩৮১ রানে পরাজিত হওয়া প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের করা ২৪৬ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় সফরকারী ইংল্যান্ড। যেখানে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ১৭ রানের।

কোচ ট্রেভর বেলিস বলেন, কঠিন সময়ে সাহস ও সংকল্পের অভাবে এমনটা হয়েছে। প্রতিবারই দেখা গেছে আমাদের একটা উইকেট পতন হলেই বিপর্যয় শুরু হয়। একটা উইকেট পড়ে গেলে কিংবা অষ্টম-নবম উইকেট পড়ে গেলে কিভাবে পার্টনারশীপ গড়তে হয় সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।

দুই ইনিংসে যথাক্রম ১৭ এবং ১৪ রান করে উভয়বারই স্লিপে ক্যাচ দিয়ে আউট হওয়া ওপেনার কিচন জেনিংসের বাজে ফর্ম নিয়ে তিনি চিন্তিত বলে জানান বেলিস। বেলিস আরো বলেন, ‘কিটনের কিছুটা সমস্যা হচ্ছে। এ নিয়ে চিন্তি নই এবং সে এটা নিয়ে ভাবছেনা- এমনটা বললে মিথ্যা কথা বলা হবে। আমার দলের মধ্যে সবচেয়ে কঠোর পরিশ্রমীদের একজন সে তবে ভাল করতে পারছে না।’

আগামী বৃহস্পতিবার এন্টিগায় ওয়েস্ট ইন্ডিজ- ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

‘খণ্ডকালীন’‌ বোলারের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড

‘খণ্ডকালীন’‌ বোলারের ঘূর্ণিতে কুপোকাত ইংল্যান্ড

হোল্ডারের বিস্ময়কর ডাবল সেঞ্চুরি

হোল্ডারের বিস্ময়কর ডাবল সেঞ্চুরি

অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন স্টোইনিস

অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেলেন স্টোইনিস

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে অদ্ভূত কাণ্ড

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচে অদ্ভূত কাণ্ড