বেফাঁস মন্তব্য করায় গাব্রিয়েলকে আইসিসির সতর্কতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
বেফাঁস মন্তব্য করায় গাব্রিয়েলকে আইসিসির সতর্কতা

ছবি : ক্রিকইনফো

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সাথে বাক-বিতান্ডায় জড়িয়ে অশালীন মন্তব্য করায় ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গাব্রিয়েলকে সর্তক করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সেন্ট লুসিয়ার টেস্টের তৃতীয় দিন মাঠের ভেতরেই উতপ্ত বাক্য বিনিময় হয় রুট ও গাব্রিয়েলের। যদিও আম্পায়ারদের হস্তক্ষেপে বিষয়টি আর বেশি দূর এগোয়নি।

স্টাম্পের মাইকে শোনা গেছে ইংল্যান্ড অধিনায়কের উদ্দেশ্য ‘সমকামী’ মন্তব্য করেন গাব্রিয়ের। তবে কেন এই কথা বলেছেন তা জানা যায়নি। পরে এমন বেফাঁস মন্তব্য করায় গাব্রিয়েলকে সর্তক করে দেন আম্পায়াররা।

মাঠের দুই অন-ফিল্ড আম্পায়ারের সাথে এ বিষয়ে কথা বলেন ম্যাচ রেফারি জেফ ক্রো। এরপর আইসিসির আচরণবিধি ২ দশমিক ১৩ ধারা ভঙ্গ করায় গাব্রিয়েলকে সর্তক করা হয়। পরবর্তীতে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে অন্য পথ বেছে নেয়া কথা জানিয়েছে আইসিসি।

আইসিসি টুইট করেও গ্যাব্রিয়েলের সমালোচনা করেছে। সেখানে আচরণবিধির ২.১৩ আর্টিকেল ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে গ্যাব্রিয়েলের বিরুদ্ধে। তবে এ ব্যাপারে রুট ও ইংল্যান্ড দল কোনো অভিযোগ করেনি। তবে ম্যাচের দুই আম্পায়ার ম্যাচ রেফারি জেফ ক্রোকে অবিহিত করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াটওয়াশের লজ্জা এড়ালো ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াটওয়াশের লজ্জা এড়ালো ইংল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান নারী ক্রিকেটারদের ইতিহাস

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান নারী ক্রিকেটারদের ইতিহাস

উড-মইনে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

উড-মইনে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গেইল-লুইস

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গেইল-লুইস