৭১৫ রানের থামলো নিউজিল্যান্ড, লিড ৪৮১

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ এএম, ০২ মার্চ ২০১৯
৭১৫ রানের থামলো নিউজিল্যান্ড, লিড ৪৮১

টাইগার ওপেনার তামিম ইকবাল সেঞ্চুরির করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ২৩৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসেই রানের পাহাড় গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭১৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসেই নিউজিল্যান্ডের লিড ৪৮১ রান। আর এ ৭১৫ রানের মধ্যে একজনের ডাবল সেঞ্চুরি ও দুইজনের সেঞ্চুরি রয়েছে।

মূলত কেনে উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরির জন্যই অপেক্ষায় করছিল নিউজিল্যান্ড। সেই কাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরি আসার পরই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে কিউরা থামে ৬ উইকেটে ৭১৫ রানে। ফলে প্রথম ইনিংসেই বাংলাদেশ ৪৮১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়লো।

উইলিয়ামসনের অপরাজিত ২০০ রানের সঙ্গে টম ল্যাথাম করেছেন ১৬১ এবং জিত রাভাল করেছেন ১৩২ রান। এর তিনজনের ব্যাট ছাড়া আরও দুইজনের ব্যাট থেকে এসেছে দুই অর্ধশত রানের ইনিংস। অপরাজিত ডি গ্র্যান্ডহোম ৫৩ বল খেলে করেছেন ৭৬ রান এবং হেনরি নিকোলাস করেন ৮১ বলে ৫৩ রান।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৭১৫ রান করে ইতিহাস গড়েছে কিউইরা। সাদা পোশাকে সূদীর্ঘ পথচলায় টেস্টে এর আগে কখনই সাতশ' রান ছিল না তাদের। এর আগে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ৬৯০ রানের সর্বোচ্চ রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। ইতিহাস গড়েছেন উইলিয়ামসনও। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ২০টি সেঞ্চুরি করেলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ (১ম ইনিংস) : ২৩৪/১০

নিউজিল্যান্ড (১ম ইনিংস) : ১৬৩ ওভারে ৭১৫/৬ (রাভাল ১৩২, ল্যাথাম ১৬১, উইলিয়ামসন ২০০*, নিকোলাস ৫৩, ওয়েগনার ৪৭, গ্র্যান্ডহোম ৭৬; জায়েদ, ০/১০৩, ইবাদত ১/১০৭, খালেদ ০/১৪৯, সৌম্য ২/৬৮, মিরাজ ২/২৪৬, মাহমুদউল্লাহ ১/৩, মুমিনুল ০/৩২)।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ পর্যন্ত দেখতে চান টাইগার কোচ

শেষ পর্যন্ত দেখতে চান টাইগার কোচ

নিউজিল্যান্ডে অদ্ভুত ভঙ্গিতে মেতেছিলেন টাইগাররা (ভিডিও)

নিউজিল্যান্ডে অদ্ভুত ভঙ্গিতে মেতেছিলেন টাইগাররা (ভিডিও)

২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

২৩৪ রানে অলআউট, সান্ত্বনা শুধু তামিমের সেঞ্চুরি

নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম

নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম