নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
নবম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তামিম

ছবি: গেটি ইমেজ

অবশেষে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের ব্যাট হাসলো। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে রান না পাওয়া তামিম প্রথম টেস্টে দেখা পেয়েছে সেঞ্চুরির। ক্যারিয়ারের এটি তার নবম টেস্ট সেঞ্চুরি।

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাদমান ইসলাম ও তামিম ইকবাল দুজনে মিলে শুরু টা ভালো করেন। তবে দারুণ এই শুরুটায় আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। ২৪ রানে ব্যাট করতে থাকা সাদমান অফস্টাম্পের ওপর পরা বল খেলতে গিয়েছিলেন লেগ সাইডে। সুইং করা বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাদমান।

অপর দিকে আগ্রাসী ভঙ্গিতে খেলে ২৬তম হাফসেঞ্চুরি তুরে নেন তামিম। অবশ্য কলিন ডি গ্র্যান্ডহোমের ১৮তম ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন তামিম ইকবাল। ৬৫ রানে ব্যাট করছিলেন তখন। ফিরতি সেই ক্যাচ অবশ্য লুফে নিতে পারেননি গ্র্যান্ড হোম। এই সুযোগটি কাজে লাগান সেঞ্চুরি তুলে নিতে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে চারের মার রয়েছে ১৮টি।

৪২.২ ওভারের কলিন ডি গ্র্যান্ডহোমের বলে ফের ক্যাচ তুলেন তামিম। তবে আগের বারের মতো আর নতুন জীবন পাওয়ার সুযোগ হয়নি তার। ফলে তামিম ১২৮ বলে ১২৬ রান করে আউট হন। এতে ২১ টি চার ও একটি ওভার বাউন্ডারি রয়েছে।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মেহিদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ:
জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টস অ্যাসলে, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম টেস্টে নেই মোস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় ইবাদত

প্রথম টেস্টে নেই মোস্তাফিজ, অভিষেকের অপেক্ষায় ইবাদত

মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

সবুজ উইকেটে কতটা দাঁড়াতে পারবে বাংলাদেশ?

 নিউজিল্যান্ডের বিপক্ষে রান সংগ্রহে শীর্ষে সাকিব-তামিম

 নিউজিল্যান্ডের বিপক্ষে রান সংগ্রহে শীর্ষে সাকিব-তামিম