স্টেইনকে আর দেখা যাবে না টেস্টে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৬ আগস্ট ২০১৯
স্টেইনকে আর দেখা যাবে না টেস্টে

ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য নিসঃন্দেহে এটা দুঃসংবাদ। দলের তারকা পেসার ডেল স্টেইন আর টেস্ট ম্যাচ খেলেবেন না। ক্রিকেটর এই ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। তবে ওয়ানডে ও টিটোয়েন্টি চালিয়ে যাবেন তিনি।

নিজের অবসর ঘোষণা দিয়ে স্টেইন বলেন, ‘আজ এমন জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি, যে ক্রিকেটকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মতে টেস্টই আসল ক্রিকেট। ক্রিকেটারের মানসিক, শারীরিক ও আবেগের চূড়ান্ত পরীক্ষা নেয় টেস্ট ক্রিকেট।

টেস্ট খেলব না এমন সিদ্ধান্তই কষ্টের এক ভাবনার জন্ম দেয়। টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে আরো বেশি ফোকাস করতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

ধন্যবাদ জানাতে গিয়ে স্টেইন বলেন, ‘কোনো এক বিশেষ ব্যক্তি নয়, ক্রিকেটের প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই। তবে প্রোটিয়াদের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চাই।’

টেস্ট ক্রিকেটকে স্টেইনের বিদায় জানানোর পর ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা থাবাং মোরে বলেন, ‘ডেল স্টেইন ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। ২০০৪ সালে টেস্ট অভিষেকেই প্রতিপক্ষ দলের অধিনায়ককে যে দুর্ধর্ষ বলে আউট করেছিলেন, সেই সময় থেকেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।’


শেয়ার করুন :


আরও পড়ুন

‘টুইন’ সেঞ্চুরি রেকর্ডের পাতায় স্মিথ

‘টুইন’ সেঞ্চুরি রেকর্ডের পাতায় স্মিথ

টেস্টে পাঁচদিন ব্যাট করার রেকর্ডে বার্নস

টেস্টে পাঁচদিন ব্যাট করার রেকর্ডে বার্নস

অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

অ্যাশেজে জয়ে শুরু অস্ট্রেলিয়ার

ওয়ার্নার কাণ্ডে হাসলেন ইংলিশরা

ওয়ার্নার কাণ্ডে হাসলেন ইংলিশরা