ছোট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রশিদ খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯
ছোট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রশিদ খান

ফাইল ছবি

ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার এখন আফগানিস্তানের রশিদ খান। চট্টগ্রামে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে টস করে এ রেকর্ডের মালিক বনে যান আফগান অধিনায়ক।

বিশ্বকাপে ব্যর্থতার পরপরই আফগানিস্তান ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কত্বের দায়িত্ব পান তরুণ লেগ স্পিনার রশিদ খান। তখনই নির্ধারণ হয়ে যায় নতুন এ রেকর্ডের মালিক হচ্ছেন রশিদ। আর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টস করে আনুষ্ঠিকতা সারলেন।

এ কীর্তি গড়ার পাশাপাশি রশিদ খান ভেঙে দিয়েছেন প্রায় দেড় দশক আগের জিম্বাবুয়ের তাতেন্দা টাইবুর করা রেকর্ড। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে ২০ বছর ৩৫৮ দিন বয়সে টস করে এ রেকর্ডের মালিক হয়েছিলেন টাইবু। তবে টাইবুর চেয়ে ৮ দিন কম, অর্থাৎ ২০ বছর ৩৫০ দিন বয়সে টেস্টে ক্রিকেটের অধিনায়ক হিসেবে টস করে রেকর্ডের মালিক হলেন রশিদ খান

সর্বকনিষ্ঠ অধিনায়কদের তালিকায় রয়েছে বাংলাদেশেরও দুইজন। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র ২২ বছর ১১৫ দিন বয়সে অধিনায়কত্ব করেছিলেন সাকিব। বর্তমানে সাকিব রয়েছেন এ তালিকার ছয় নম্বরে।

আর তালিকার ১০ নম্বর রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে টস করেছিলেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের দল ঘোষণা

আফগানিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়ক রশিদ খান

আফগানিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়ক রশিদ খান

সাকিবকে টপকে শীর্ষে রশিদ খান

সাকিবকে টপকে শীর্ষে রশিদ খান

ওয়ানডেতে দ্রুত ১শ’ উইকেটের মালিক রশিদ খান

ওয়ানডেতে দ্রুত ১শ’ উইকেটের মালিক রশিদ খান