সাকিবের বিশ্বাস, এমন কিছু বিষয় আছে যা...

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৯
সাকিবের বিশ্বাস, এমন কিছু বিষয় আছে যা...

সফরকারী আফগানিস্তানের বিপেক্ষ চলমান টেস্ট পরাজয়ের দ্বারপ্রান্তে স্বাগতিক বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটে নবাগতদের বিপক্ষে এখনও জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের বিশ্বাস এখনও এমন কিছু বিষয় আছে যা ফলে দল লজ্জাকর হার থেকে পরিত্রাণ পেতে পারে।

ম্যাচ জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান। এর আগে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়েছে। দিন শেষে সাকিব ৩৯ এবং সৌম্য সরকার শূন্য রানে অপরাজিত আছেন।

ম্যাচ বাঁচাতে ৪ উইকেট হাতে নিয়ে টাইগারদের এখনো করতে হবে ২৬২ রান কিংবা টিকে থাকতে হবে তিন সেশন। পঞ্চম দিনের পিচে যা অত্যন্ত কঠিন কাজ। তবে সাকিবের আশা এখনো কিছু বিষয় আছে যার মাধ্যমে এ ম্যাচ এখনো জয় কিংবা বাঁচানো সম্ভব।

বাংলাদেশ পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সাকিব বলেন, ‘আমি ১৫০ এবং সৌম্য ১২০ রান করতে পারলে আমরা এখনো এ ম্যাচ জিতে পারি। ম্যাচটি জিততে আমাদের বড় জুটি দরকার। আক্ষরিক অর্থেই এটা কঠিন। তবে বিষয়টা এমন নয় যে, অতীতে কখনো এমনটা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘অথবা বৃষ্টি আমাদের রক্ষা করতে পারে। বৃষ্টির বাগড়ায় আমরা পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়ে ড্র করতে পারি। তবে আমরা চেষ্টা করব। এখনি আমরা আশা ছেড়ে দিতে চাই না।’

প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে রশিদের বিপক্ষে নির্ভিক ক্রিকেট খেলার প্রতি গুরুত্বারোপ করেন সাকিব।

বলেন, ‘রিস্ট স্পিনের বিপক্ষে আমরা তেমন একটা ভালো খেলি না। ম্যাচে ভালো খেলতে পারলে লেগ স্পিনের বিপক্ষে ভালো করতে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যেত। আমাদের অ্যাপ্রোচে কোন সমস্যা নেই। বিষয়টা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আত্মবিশ্বাস নিয়ে খেলা।’

সাকিব আরও বলেন, ‘আমাদের স্বাধীনভাবে খেলা উচিত। আমার মনে হয় আমরা ভয় নিয়ে খেলেছি এবং দিন শেষে এটা একটা ক্রিকেট ম্যাচ। আমরা ভালো খেললে তারা আরও চাপে পড়বে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

হারের শঙ্কায় বাংলাদেশ, বৃষ্টি মাথায় গড়ালো পঞ্চম দিনে

হারের শঙ্কায় বাংলাদেশ, বৃষ্টি মাথায় গড়ালো পঞ্চম দিনে

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

বিশ্বরেকর্ডের ম্যাচে রশিদের আরও একটি রেকর্ড

২০৫ রানেই অলআউট বাংলাদেশ

২০৫ রানেই অলআউট বাংলাদেশ

উইকেটকে দোষারোপ করলেন সাকিব

উইকেটকে দোষারোপ করলেন সাকিব