তিন বছরে ১১টি টেস্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৯
তিন বছরে ১১টি টেস্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ

ফাইল ছবি

২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ আগস্ট পর্যন্ত তিন বছরের আন্তর্জাতিক ঘরোয়া সূচি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ঘোষিত তিন বছরের মধ্যে নিজেদের মাটিতে ক্যারিবীয়রা টেস্ট চ্যাম্পিয়নশীপের ১১টি, ২০টি ওয়ানডে ও ৩৬টি টি২-০ ম্যাচ খেলবে।

ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের পাশাপাশি দেশটির নারী দলও এ সময়ের মধ্যে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অন্তত ১৫টি ওয়ানডে ম্যাচ খেলার আশা করছে। এর মধ্যে ২০২১ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী বিশ্বকাপও রয়েছে।

পুরুষ ক্রিকেটে নতুন ভেন্যু হিসেবে ত্রিনিদাদে ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি আইসিসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইসিসির সবুজ সঙ্কেত পেলে এ ভেন্যুতে ২০২১ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ আয়োজন করবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া একই বছর জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য জ্যামাইকার দ্য ট্রেলাওনি মাল্টিপারপস স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হয়েছে।

ঘোষিত এ সূচির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ডোমিনিকা ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে ফিরছে। আগামী বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে উইন্ডসোর পার্ক স্টেডিয়ামে। পরের বছর জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজটি সেন্ট ভিনসেন্টের আরনস ভেল স্টেডিয়াম স্বাগতিক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। ২০১৪ সালে সর্বশেষ এ ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য এটি একটি তাৎপর্য্যপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্যালেন্ডারের পূর্ণাঙ্গ সূচিই কেবলমাত্র আয়োজনের সুযোগ হচ্ছে না, বরং সমর্থকদের জন্য ম্যাচ উপভোগের এটা অনেক বড় একটি সুযোগ।’

২০২০ সালের ওয়েস্ট ইন্ডিজের সূচি

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ
৪ জানুয়ারি : ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, থ্রি ডব্লিউএস ওভাল, বার্বাডোজ
৭ জানুয়ারি : ১ম ওয়ানডে, কেনসিংটন ওভাল, বার্বাডোজ
৯ জানুয়ারি : ২য় ওয়ানডে, কেনসিংটন ওভাল
১২ জানুয়ারি : ৩য় ওয়ানডে, গ্রেনাডা ন্যাশনাল স্টেডিয়াম, গ্রেনাডা।

১৫ জানুয়ারি : ১ম টি-২০, গ্রেনাডা ন্যাশনাল স্টেডিয়াম
১৮ জানুয়ারি : ২য় টি-২০, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
১৯ জানুয়ারি : ৩য় টি-২০, ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস।

ইংল্যান্ড সফর (উইজডেন ট্রফি সিরিজ)
৪-৮ জুন : ১ম টেস্ট, দ্য ওভাল
১২-১৬ জুন, ২য় টেস্ট, এজবাস্টন
২৫-২৯ জুন : ৩য় টেস্ট, লর্ডস।

নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ
৮ জুলাই : ১ম ওয়ানডে, স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ড, এন্টিগা
১০ জুলাই : ২য় ওয়ানডে, স্যার ভিভিয়ান রিচার্ডস ক্রিকেট গ্রাউন্ড
১৩ জুলাই : ৩য় ওয়ানডে, উইন্ডসোর পার্ক, ডোমিনিকা।

১৫ জুলাই : ১ম টি-২০, উইন্ডসোর পার্ক
১৮ জুলাই : ২য় টি-২০, গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা
১৯ জুলাই: ৩য় টি-২০, গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ
২৩-২৭ জুলাই : ১ম টেস্ট, কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ
৩১ জুলাই-৪ আগস্ট : ২য় টেস্ট, ড্যারেন স্যামি স্টেডিয়াম, সেইন্ট লুসিয়া।

৮ আগস্ট : ১ম টি-২০, ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র
৯ আগস্ট : ২য় টি-২০ ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র
১২ আগস্ট : ৩য় টি-২০, সাবিনা পার্ক, জ্যামাইকা
১৫ আগস্ট : ৪র্থ টি-২০, সাবিনা পার্ক
১৬ আগস্ট : ৫ম টি-২০, সাবিনা পার্ক।


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ব্যাপক পরিবর্তন

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হোল্ডার

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হোল্ডার

অবসর নেননি গেইল, জানালেন ভিডিও বার্তায়

অবসর নেননি গেইল, জানালেন ভিডিও বার্তায়