ডেনলির ব্যাক-আপ হিসেবে ডাক পেলেন বেয়ারস্টো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৯ নভেম্বর ২০১৯
ডেনলির ব্যাক-আপ হিসেবে ডাক পেলেন বেয়ারস্টো

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের ইনজুরিতে আক্রান্ত জো ডেনলির ব্যাক-আপ হিসেবে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। দুই ম্যাচের সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন না বেয়ারস্টো। তবে ডেনলির ব্যাক-আপ হিসেবে দলে নেওয়া হলো তাকে।

গত সপ্তাহে অনুশীলনের সময় ডান-পায়ের গোড়ালির লিগামেন্টে ব্যাথা পান ডেনলি। তবে টেস্ট সিরিজের আগে তার সুস্থতার সম্ভাবনা রয়েছে। তবে এখনো নিশ্চিত করে কিছুই বলতে পারছে না ইংল্যান্ডের ফিজিওরা। তাই ব্যাক-আপ হিসেবে বেয়ারস্টোকে দলে ফিরিয়ে আনা হয়েছে।

অ্যাশেজে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন বেয়ারস্টো। অ্যাশেজে তার ব্যাটিং গড় ছিল মাত্র ২৩.৭৭। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ হয়নি তার। তবে বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের দলে আছেন বেয়ারস্টো।

প্রথম দু’ম্যাচে খেললেও তৃতীয় ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি। টি-২০ সিরিজ শেষে টেস্ট ম্যাচের জন্য দলের সাথেই থাকবেন বেয়ারস্টো।

টেস্ট সিরিজের আগে নিউজিল্যান্ড সফরে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। একটি দু’দিনের, অন্যটি তিনদিনের। ২১ নভেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। দ্বিতীয় টেস্ট হবে ২৯ নভেম্বর।


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের টেস্ট-ওয়ানডে অধিনায়ক হলেন বালবির্নি

আয়ারল্যান্ডের টেস্ট-ওয়ানডে অধিনায়ক হলেন বালবির্নি

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

বিশ্বরেকর্ড গড়লেন মরগান-মালান

বিশ্বরেকর্ড গড়লেন মরগান-মালান

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া