শেষ দিনের লড়াই শুরু, পারবে কি বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
শেষ দিনের লড়াই শুরু, পারবে কি বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খেলা শুরু হয়েছে। চতুর্থ দিন শেষে ১১৯ রান পিছিয়ে থেকে পঞ্চম দিনে ব্যাট শুরু করেছে বাংলাদেশ। তবে গত কালই তিন উইকেট হারিয়ে ফেলায় অনেকটা শঙ্কা দেখা দিয়েছে টাইগারদের।

চতুর্থ দিনে ২০০ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নামেন ইমরুল আর তামিম। তবে দিন শেষে ৮১ রান সংগ্রহ করলেও হারিয়ে বসে তিন তিনটি উইকেট। ফলে প্রথম ইনিংসে ৫১৩ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অনেকটা হারের শঙ্কার মধ্যে পরে যায়।

ইনিংস হার এড়াতে হাতে থাকা ৭ উইকেটে আরও ১১৯ রান করতে হবে বাংলাদেশকে। আর ম্যাচ ড্র করতে হলে আজ সারাদিনই ব্যাট করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদের দলকে। এমন পরিস্থিতিতে মনে প্রশ্ন জাগতেই পারে -পারবে তো বাংলাদেশ?

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে ওপেনার তামিম ইকবাল ৪১, ইমরুল কায়েস ১৯ ও মুশফিকুর রহিম ২ রান করে আউট হন। ১৮ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেন মমিনুল হক। পঞ্চম দিনের শুরুতে মোমিনুলের সঙ্গী হয়েছেন উইকেটরক্ষক লিটন দাস।

এর আগে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংস থেকে ২০০ রানের লিড পায় লঙ্কানরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়ান গেমসের ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশ

এশিয়ান গেমসের ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশ

দ্বিতীয় সর্বোচ্চ বোলিং করলো বাংলাদেশ

দ্বিতীয় সর্বোচ্চ বোলিং করলো বাংলাদেশ

২০০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

২০০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক