দ্বিতীয় সর্বোচ্চ বোলিং করলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
দ্বিতীয় সর্বোচ্চ বোলিং করলো বাংলাদেশ

নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওভার বোলিং করলো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৯৯ দশমিক ৩ ওভার বোলিং করেছে টাইগাররা।

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বেশি বোলিং করার ক্ষেত্রে এটি এখন দ্বিতীয় স্থানে। এর আগে ২০১২ সালে এর চেয়ে বেশি ওভার বোলিং করেছিল বাংলাদেশ।

খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ টেস্টে ২শ’ ওভার বোলিং করেছিল বাংলাদেশ। তৃতীয় সর্বোচ্চ বোলিং ১৮৭ দশমিক ৫ ওভার।

২০১৪ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৭ দশমিক ৫ ওভার বোলিং করে বাংলাদেশ। ঐ ম্যাচে ৬ উইকেটে ৭৩০ রানে ইনিংস ঘোষণা করেছিলো লঙ্কানরা। আর সেটিই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

তাইজুলের কষ্টের রেকর্ড
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বোলিয়য়ের প্রথম ইনিংসে ৬৭ দশমিক ৩ ওভার বোলিং করে ২১৯ রানে ৪ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার নয়া রেকর্ড গড়লেন তাইজুল। সেই সাথে দেশের হয়ে বোলিং ইনিংসে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ডও গড়েছেন তিনি।

দেশের হয়ে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ড এতোদিন দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকায় ৬৬ ওভারে ১২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। এখন সাকিবকে টপকে দেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ড গড়েন তাইজুল।


শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ

চতুর্থ দিন শেষে ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ

২০০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

২০০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণা

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক

১২ বছর আগের কথা মনে করিয়ে দিলেন মুশফিক

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম