আইসিসির সিদ্ধান্তে খুশি নন গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ১০ জানুয়ারি ২০২০
আইসিসির সিদ্ধান্তে খুশি নন গেইল

টেস্ট ক্রিকেট পাঁচ দিনের পরিবর্তে চার দিনের আয়োজনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন পরিকল্পনায় খুশি নন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। তার ভাষায়, ‌‘আমি চার দিনের টেস্টের ফ্যান নই।’

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ক্রিস গেইল। টুর্নামেন্টের শেষ পর্বে দলের সাথে যোগ দিয়ে মাত্র ১টি ম্যাচ খেলেছেন তিনি। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

গেইল বলেন, ‘আমি চার দিনের টেস্টের ফ্যান নই। আমি একশটি টেস্ট খেলেছি। কিছু ম্যাচ তিন দিনেই শেষ হয়েছে, কিছু চারদিনে। কিন্তু পাঁচ দিনের টেস্টই হলো সত্যিকারের টেস্ট।’

>> টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি

তিনি বলেন, ‘চার দিনের টেস্টের কথা যদি বলেন, আমি এর ভক্ত নই। পাঁচ দিনের টেস্ট একটি ধারায় তৈরি করেছে, যা বহু বছর ধরে খেলা হয়ে আসছে। অতএব আমি বুঝতে পারছি না, এটাকে কেন বিনাশ করতে চাইছে?’

আইসিসির নতুন পরিকল্পনা হলো, ২০২৩ থেকে ২০৩১ মৌসুম পর্যন্ত যে টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ হবে সেখানে চার দিনের টেস্ট হবে।

>> চার দিনের টেস্ট নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মত

এদিকে বিষয়টি নিয়ে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের ফেডারেশন (ফিকা) জানিয়েছে, ‘টেস্টের এক দিন কমিয়ে তা কীভাবে ব্যবহার করতে চায় আইসিসি, সে বিষয়ে পরিষ্কার ধারণা না দিলে চার দিনের টেস্টকে মানা হবে না।’

‘বিশ্বের একাধিক ক্রিকেটারের সঙ্গে আলোচনার পরে একটি বিষয় পরিষ্কার, চার দিনের টেস্টকে ঘিরে ক্রিকেটবিশ্ব মোটেও সন্তুষ্ট নয়। আইসিসির এমন পরিকল্পনার সমালোচনাও করেছেন অনেকে। ক্রিকেটের সব চেয়ে পুরনো ফরম্যাটে সংস্কারের প্রয়োজন দেখছে না অনেকেই। এমন সিদ্বান্ত টেস্ট ক্রিকেটের জন্য ভালো ফল বয়ে আনবে না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

যতই দিন যাচ্ছে আরও তরুণ হচ্ছি : ক্রিস গেইল

ছোট্ট বিনোদনে গেইলের ‍বিপিএল শুরু

ছোট্ট বিনোদনে গেইলের ‍বিপিএল শুরু

বাংলাদেশের সফর নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান

বাংলাদেশের সফর নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে পাকিস্তান

ভারতকে পাল্লা দেওয়ার মত অস্ত্র আছে : ফিঞ্চ

ভারতকে পাল্লা দেওয়ার মত অস্ত্র আছে : ফিঞ্চ