বাংলাদেশে বিপক্ষে জিম্বাবুয়ের লক্ষ্য জয় : আরভিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশে বিপক্ষে জিম্বাবুয়ের লক্ষ্য জয় : আরভিন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে সব কিছুই করা হবে বলে জানিয়েছেন জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন। শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি হোম টেস্ট সিরিজে লড়াইয়ের প্রেরণা তারা বাংলাদেশেও ধরে রাখতে চান।

জানুয়ারিতে নিজ মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরে গেলেও লঙ্কানদের বিরুদ্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল আফ্রিকার এ দেশটি। তারা যে দীর্ঘ বিরতির পর টেস্ট খেলতে নেমেছিল তা বুঝা যায়নি জিম্বাবুয়ে দলের পারফর্মেন্সে। সে আত্মবিশ্বাসের জোরেই বাংলাদেশের বিপিক্ষে সিরিজ জয় ছাড়া কিছু ভাবতে পারছে না জিম্বাবুয়ে।

মাসাধিককালের বাংলাদেশ সফরকালে জিম্বাবুয়ে স্বাগতিক দলের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে। শনিবার ঢাকায় পৌঁছে বিরতি নিয়ে রোববার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে জিম্বাবেেয়ে দল।

অনুশীলন শেষে আরভিন বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই এখানে এসেছি। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো একটি সিরিজ খেলেছি। দীর্ঘ বিরতির পর ওই সিরিজটি আমাদের অনুপ্রাণীত করেছে। এখানকার কন্ডিশনের সঙ্গে আমাদের ভালো পরিচিতি রয়েছে। অনেকবার আমরা এখানে এসেছি। এখন আমরা ময়দানী লড়াইয়ের অপেক্ষায় আছি।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। অমরা খুব বেশি টেস্ট খেলতে পারিনি। বছরের বাকি সময়েও খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাব না। অন্য যে কোন ম্যাচের তুলনায় টেস্ট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ।’
sportsmail24
তুলনামূলকভাবে বাংলাদেশের সঙ্গে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতার কারণে জিম্বাবুয়ে অধিনায়ক জানেন যে টাইগাররা জোড়ালো স্পিন আক্রমণ দিয়ে তাদের ঘায়েল করতে চাইবে। যে কারণে নিজ খেলোয়াড়দেরকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আরভিন। সেই সঙ্গে টেস্টের প্রথম দিন দল বিব্রতকর পরিস্থিতি এড়াতে অনুরোধ করেছেন তিনি।

জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ফলাফলের কথা না ভেবে আমাদেরকে নিজেদের খেলার প্রতি মনোযোগ দিতে হবে। টেস্টে ম্যাচের প্রথম দিনেই আমরা পিছিয়ে পড়তে চাই না। দলে বেশ কয়েকজন নতুন সদস্য রয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে যতটুকু সম্ভব সাবলীল রাখতে।

তিনি বলেন, এখানে সফরে এসে অনেক দল কন্ডিশনের কারণে সঙ্কটে পড়ে যায়। আগেও বলেছি, আমরা অন্য দলগুলোর তুলনায় বেশি এ দেশ সফর করেছি। এখানকার কন্ডিশনের সঙ্গে পূর্ব পরিচিত। এখানে স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। টেস্টের প্রস্তুতিতেও এটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সফরকারী জিম্বাবুয়ে দলে নেই নিয়মিত অধিনায়ক সেন উইলিয়ামসন। প্রথম সন্তানের জন্মের আগে স্ত্রীর পাশে থাকতে চান তিনি। সেই সঙ্গে নেই ফাস্ট বোলার কাইলি জার্ভিস ও টেন্ডাই চাতারা। দুইজনই ইনজুরিতে রয়েছেন।

আরভিন বলেন, উইলিয়ামস, জার্ভিস ও চাতারাকে আমরা মিস করব। তারা আমাদের বড় খেলোয়াড়। তবে এর ফলে অন্য খেলোয়াড়দের পথও উন্মুক্ত হয়ে থাকল। নবীনরা দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করেছিলেন প্রিন্স মাসবুরে ও কেভিন কাসুজা। বাংলাদেশেল বিপক্ষেও একই দায়িত্ব পালন করবেন তারা। এটি তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাদ মাহমুদউল্লাহ, মুশফিক-তাসকিনের সাথে দলে নতুন দুই মুখ

বাদ মাহমুদউল্লাহ, মুশফিক-তাসকিনের সাথে দলে নতুন দুই মুখ

মাহমুদউল্লাহ বাদ নয়, বিশ্রামে : নান্নু

মাহমুদউল্লাহ বাদ নয়, বিশ্রামে : নান্নু

জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষায় নামছে বিশ্বকাপ জয়ী ছয় টাইগার

জিম্বাবুয়ের বিপক্ষে পরীক্ষায় নামছে বিশ্বকাপ জয়ী ছয় টাইগার

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় টেস্ট ও টি-টোয়েন্টি, ওয়ানডে চট্টগ্রামে