টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে শীর্ষে দেখতে চান আজহার আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১১ এপ্রিল ২০২০
টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে শীর্ষে দেখতে চান আজহার আলী

ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেট পাকিস্তান বিশ্বের এক নম্বর দল হলেও বেশ পিছিয়ে সাদা পোষাকের ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে বর্তমানে ৭ নম্বরে পাকিস্তান। তবে ফেয়ারলেস ক্রিকেট খেলে পাকিস্তানকে শীর্ষে দেখতে চান টেস্ট অধিনায়ক আজহার আলী।

২০১৬ সালে সাবেক অধিকনায়ক মিজবাহ-উল-হকের নেতৃত্বে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। সেই মিজবাহ-উল-হকই এখন পাকিস্তান দলের কোচ ও প্রধান নির্বাচক। হেড কোচ মিজবাহর সময়কার মত বর্তমানকে শীর্ষে দেখতে চান আজহার আলী।

এক ভিডিও আড্ডায় সাংবাদিকদের তিনি বলেন, আমার পরিকল্পনা হলো ফেয়ারলেস ক্রিকেট খেলা। সেরা টেস্ট দল হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাইলে ঘরের মাঠে ও বাহিরের মাঠে ভালো খেলতে হবে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দক্ষতা প্রমাণই হতে সেরা টেস্ট দল হওয়ার জন্য দুর্দান্ত পদক্ষেপ।

দ্যা ন্যাশনে তিনি বলেন, আমরা যদি কেবল মাত্র ঘরের মাঠে জয় লাভ করি তাহলে সেরা দল হতে পারবো না, ঘরের বাহিরেও জিততে হবে। আমরা সবাই যদি ফেয়ারলেস ক্রিকেট খেলি, নিজেরা দায়িত্ব কাঁধে নিয়ে খেলি আর ধারাবাহিকভাবে ভালো করি তাহলে আমাদের লক্ষ্য অর্জনে কেউ থামাতে পারবে না।

আমি স্বাচ্ছন্দ্য নিয়ে আর সময় নিয়ে ব্যাট করি এর মানে এই নয় যে আমি প্রতিরক্ষামূলক অধিনায়ক। তিনি ব্যাখ্যা করে বলেন, দুবাইতে যদি একজন পেস বোলার বল করে তাহলে আপনি চারজন স্লিপ রাখতে পারবেন না। পাকিস্তানেও ঠিক এমনই। তাই যেখানে যা প্রয়োজন তা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।

তিনি আরও বলেন, আমি ভয়ডরহীন থাকতে চাই। তাদের উচিত মুক্তমনে খেলা যা দলকে বিকশিত করবে। প্রত্যেকের দল নিয়ে চিন্তা করা উচিত। আপনি চাপের মাঝে এত তাড়াতাড়ি ভালো করতে পারবেন না, ধারাবাহিকতা আসবে। পরে এটি সিদ্ধান্ত গ্রহণেও সহায়তা করবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্লার্কের মতের বিরোধীতা করলেন পেইন

ক্লার্কের মতের বিরোধীতা করলেন পেইন

নির্ধারিত তারিখেও আইপিএল অসম্ভব : রাজীব শুক্লা

নির্ধারিত তারিখেও আইপিএল অসম্ভব : রাজীব শুক্লা

এশিয়া কাপ নিয়ে পিসিবি চেয়ারম্যানের  শঙ্কা

এশিয়া কাপ নিয়ে পিসিবি চেয়ারম্যানের শঙ্কা

পাকিস্তানের সততা নিয়ে ধুয়ে দিলেন সালমান বাট

পাকিস্তানের সততা নিয়ে ধুয়ে দিলেন সালমান বাট