ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বোর্ডের অনুমতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৮ এএম, ৩১ মে ২০২০
ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, বোর্ডের অনুমতি

ফাইল ছবি

করোনার পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানোর তাগিদে প্রস্তাবিত ইংল্যান্ড সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজকে অনুমতি দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট।

করোনার পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরানোর পরিকল্পনায় বৃহস্পতিবার (২৮ মে) টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠক করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালনা পর্ষদ। দীর্ঘ সময়ের ওই বৈঠকে সবচেয়ে বেশি সময় আলোচনা হয়েছে প্রাথমিক স্বীকৃতির ব্যাপারে।

করোনাভাইরাসের এই সঙ্কট থেকে বাঁচতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কীভাবে পরিচালিত হবে তার একটি খসড়াও করেছে। ইংল্যান্ড সফরে দলের খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তাদের সুরক্ষার জন্য ইসিবি, তাদের মেডিকেল টিম ও অন্যান্য পরামর্শদাতার সাথে আরও আলোচনা করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।

তারই পরিকল্পনা হিসেবে খেলোয়াড় ও ম্যানেজমেন্টের নিরাপত্তার কথা ভেবে সরকারের কাছে চাটার্ড ফ্লাইট, মেডিকেল স্ক্রিনিং ও ভ্রমণকারী সকল সদস্যদের জন্য স্বতন্ত্র পরীক্ষার অনুমতি পেতে চায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট বলেন, বোর্ড সভায় বিস্তারিত ও সময়োপযোগী আলোচনার জন্য সিডব্লিউ ম্যানেজমেন্ট, মেডিকেল কমিটি ও এফএসএসিকে ধন্যবাদ জানাতে চাই। প্রস্তাবিত ইংল্যান্ড সফরের অনুমোদনের পাশাপাশি আমরাও বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি যা ঘোষণা করা হবে ও তা কার্যকর হবে।

সবকিছু ঠিক থাকলে ৪ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুনে ইংল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তারই পরিকল্পনা হিসেবে অনুশীলন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ক্রিকেটাররা। তবে বন্ধ ধরায় ম্যাচ খেলার জন্য জৈব-সুরক্ষিত সফরের জন্য সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব

ক্রিকইনফোর ড্রিম টিমে সাকিব

সুর পাল্টালেন স্টোকস

সুর পাল্টালেন স্টোকস

অস্ট্রেলিয়ার সূচিতে নারাজ ভারত

অস্ট্রেলিয়ার সূচিতে নারাজ ভারত

ইংল্যান্ডের ৫৫ জনের অনুশীলন দলে নেই হেলস-প্লাঙ্কেট

ইংল্যান্ডের ৫৫ জনের অনুশীলন দলে নেই হেলস-প্লাঙ্কেট