বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৯ মার্চ ২০১৮
বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার

নিদাহাস ট্রফিতে আজ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে ছয় ব্যাটসম্যান ও পাঁচ বোলারের সমন্বয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বোলারদের মধ্যে তিনজন পেসার ও দুইজন স্পিনার। তিন পেসার হলেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। দুই স্পিনার হলেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল ইসলাম অপু। অন্যদিকে, ভারত আজ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নেমেছে।

সিরিজে বাংলাদেশ আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। অন্যদিকে, ভারত আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। গত ৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে পাঁচ উইকেটে হেরেছিল ভারত।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিশ পান্ডে, রিশাব পান্ত, দিনেশ কার্তিক (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, জয়দেব উনাদকাত, যুজবেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর।


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও দিল্লির দায়িত্ব পেলেন গম্ভীর

আবারও দিল্লির দায়িত্ব পেলেন গম্ভীর

সৌরভকে টপকে গেলেন গেইল

সৌরভকে টপকে গেলেন গেইল

বান্ধবীর সঙ্গে অভিসারে হার্দিক পান্ডিয়া

বান্ধবীর সঙ্গে অভিসারে হার্দিক পান্ডিয়া

ক্রিকেটার সামির যৌন কেলেঙ্কারি ফাঁস

ক্রিকেটার সামির যৌন কেলেঙ্কারি ফাঁস