সিরিজ জয় নিশ্চিত করার মিশনে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ পিএম, ০৬ আগস্ট ২০২১
সিরিজ জয় নিশ্চিত করার মিশনে বাংলাদেশ

সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামছে মাহমুদউল্লাহরা। সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে আজ শুক্রবার (৬ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানে ও দ্বিতীয়টিতে ৫ উইকেটে জিতে নিয়েছে টাইগাররা। প্রথম ম্যাচ জয়টি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের প্রথম কোন ম্যাচ জয়। যেখানে দ্বিতীয় ম্যাচ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এখন সিরিজ জয়।

তৃতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের চলমান পারফরম্যান্সে যা হয়তো আজকের ম্যাচেই দেখা যেতে পারে।

ধীর গতির ব্যাটিংয়ে কারণে দু’ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম ম্যাচে ১৩২ রানের টার্গেটে ১০৮ রানে অলআউট হয় সফরকারীরা। দ্বিতীয় ম্যাচে ১৬ ওভার পর্যন্ত ভালো অবস্থায় থাকলেও শেষ দিকে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেটে ১২১ রানে আটকে যায় অস্ট্রেলিয়া।

এদিকে, তৃতীয় ম্যাচের আগে ব্যাটিং সমস্যা সমাধানে দলের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড। নয়তো সিরিজ হার বরণ করতে হবে দলকে। শুধু তাই নয়, সিরিজ হারলে হোয়াইটওয়াশের হুমকির মুখে পড়বে দল।

ওয়েড বলেছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা দ্বিতীয় ম্যাচে শেষ চার ওভারে আমাদের ব্যাটিং ছিল খুবই হতাশাজনক। আমরা ১৩০-১৪০ রান পাওয়ার পথে ভালো অবস্থায় ছিলাম। তবে বাংলাদেশের পেসাররা ভালো করেছে এবং আমরা সেখানে আরও ভালো করার চেষ্টা করবো।’

শুধু বাংলাদেশ নয়, উভয় দলের বোলাররা ভালো করছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘উভয় দলের বোলাররা অসাধারণ করেছে। তারা যেভাবে যাচ্ছে, তাতে আমরা খুশি। আগার আবারও ভালো করেছে। আমাদের বোলিং অবশ্য সমস্যা নয়। প্রথম ম্যাচে আমরা ভালো অবস্থায় ছিলাম না এবং দ্বিতীয় ম্যাচের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তৃতীয় ম্যাচে সমস্যার সমাধান করতে হবে।’

অপরদিকে, প্রথম দুই ম্যাচে নিজেদের কন্ডিশনে দুর্দান্ত পারফরমেন্স করেছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৩১ রান করে বাংলাদেশ। তবে অতীতে এই ফরম্যাটে স্বল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি টাইগাররা। তবে এবার বোলাররা, বিশেষভাবে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ বল হাতে ছিল বেশ ভয়ঙ্কর। ১৯ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের স্বাদ নেন নাসুম।

দ্বিতীয় ম্যাচে ১২২ রানের টার্গেটে খেলতে ১২তম ওভারে ৬৭ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে থাকা মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের বিপক্ষে হাল ছাড়েনি তারা। বিশ্বের সেরা এ দুই বোলারের বিপক্ষে সাহসের সাথে ব্যাট করে দলকে হারের মুখ থেকে জয়ের স্বাদ দেন আফিফ।

তরুণদের এমন পারফরমেন্সে দ্রুত সিরিজ জয় নিশ্চিতের আত্মবিশ্বাস পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বলেন, ‘আফিফ-সোহানের লড়াই দেখে খুবই ভালো লেগেছে। তারা শেষ পর্যন্ত নিয়ে গেছে। নিজেদের পরিণত হওয়ার চিত্র তুলে ধরেছেন তারা।

চলমান সিরিজে দুই জয়ের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার দেখায় হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশে। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১০৪ ম্যাচে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে টাইগারদের জয় ৩৬। আর ৬৬ ম্যাচে হেরেছে তারা। দুই ম্যাচের ফল হয়নি।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেহেদীর পছন্দ নতুন বলের চ্যালেঞ্জ

মেহেদীর পছন্দ নতুন বলের চ্যালেঞ্জ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা বিসিবি সভাপতির

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা বিসিবি সভাপতির

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

আফিফ-সোহানের পরিপক্বতায় দুশ্চিন্তা কমেছে মাহমুদউল্লাহর

আফিফ-সোহানের পরিপক্বতায় দুশ্চিন্তা কমেছে মাহমুদউল্লাহর