অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা বিসিবি সভাপতির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ এএম, ০৬ আগস্ট ২০২১
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা বিসিবি সভাপতির

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ জয়। শুধু জয় ই নয়, টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। দুই ম্যাচে জয় পেলেও বাকি ম্যাচগুলোর জন্য সাকিব-রিয়াদদের সতর্ক করে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। একই সাথে নিজেদের সেরাটা খেললে সিরিজ জয়ও সম্ভব বলে মনে করেন তিনি। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরষ্কার পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষে সেই পুরস্কার গ্রহণ করেন পাপন। সেখানে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে পাপন সিরিজ জয়ের ব্যাপারে আশাব্যক্ত করেন।

তিনি বলেন, 'সিরিজ জিতব কিনা এখনই বলা মুশকিল। অস্ট্রেলিয়া খুব প্রফেশনাল দল। তারা শেষ পর্যন্ত লড়াই করে যাবে। আমরা যেভাবে খেলে আসছি এবং যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সিরিজ না জেতার কোন কারণ দেখি না আমি।'

সিরিজে ২-০তে বাংলাদেশ এগিয়ে থাকলেও খেলোয়াড়দের আত্মতৃপ্তিতে না থাকতে বলেন তিনি। সিরিজ জিততে হলে বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশ দলকে নিজেদের সেরাটাই খেলতে হবে বলেও জানান তিনি।

বিসিবি বস বলেন, 'একবারও যদি আমাদের মনে হয়, দুটো তো জিতছি বাকিগুলোও তো জিতব, এ ধরনের মানসিকতা নিয়ে অস্ট্রেলিয়ার সাথে জেতা যাবে না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত সিরিয়াস থাকতে হবে।'

পূর্বে ভালো খেলার স্বীকৃতি স্বরূপ ক্রিকেটারদের পুরস্কৃত করার রীতি ছিলো বাংলাদেশের ক্রিকেটে। অ্যাওয়ার্ড নাইট আয়োজন করে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সেরা পরফরমারদের অ্যাওয়ার্ড দেয়া হতো। দীর্ঘদিন ধরে অ্যাওয়ার্ড নাইট আর অনুষ্ঠিত হয়না।

নাজমুল হাসান পাপন ফের বিসিবি অ্যাওয়ার্ড নাইট আয়োজনের আশ্বাস দিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'বিসিবির এরকম আয়োজন না করার কোনো কারণ নেই। আগেও করতে পারতাম। চাইলে এখনও করতে পারি। আমাদের অবশ্যই পরিকল্পনায় আছে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজের স্কিল স্রেফ অবিশ্বাস্য : অ্যাস্টন আগার

মোস্তাফিজের স্কিল স্রেফ অবিশ্বাস্য : অ্যাস্টন আগার

পিছিয়ে গেল জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফর

পিছিয়ে গেল জিম্বাবুয়ের আয়ারল্যান্ড সফর

দেড় যুগ পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড দল

দেড় যুগ পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড দল

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ

সিনিয়র-জুনিয়র বিষয় না, দলের জন্য খেলি : আফিফ