বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড

চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্কটল্যান্ড। যেখানে মূল দলের সাথে ১৫ জনের সাথে দুইজন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। যদিও তারা স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড ১০ অক্টোবরের আগে মূল দলে পরিবর্তন আনার আভাস দিয়ে রেখেছে।

বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ কাইল কোয়েটজার। তিনি ছাড়াও স্কোয়াডে রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, সাইফান শারিফ, ম্যাথু ক্রস এবং অ্যালি ইভান্স।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা জস ডেভি, মিচেল লেস্ক, জর্জ মুন্সি এবং মার্ক ওয়াটের মতো ক্রিকেটাররা স্কোয়াডে রয়েছেন। প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পেয়েছেন ৭ ক্রিকেটার।

ডাইলান বেজের পাশাপাশি প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াড সুযোগ পেয়েছে ক্রিস গ্রেভস, অলি হ্যারিস, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়াল্যান্স এবং ব্রাড হোয়াইল।

বিশ্বকাপ বাছাই পর্বে ‘বি’ গ্রুপে খেলবে স্কটল্যান্ড। সেখানে তাদের গ্রুপ সঙ্গী বাংলাদেশ, ওমান এবং পাপুয়া নিউগিনি। স্কটল্যান্ডের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ।

স্কটল্যান্ড স্কোয়াড
কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচি বেরিংটন, ডাইল্যান বেজ, ম্যাথু ক্রস, জস ডেভি, অ্যালাসডের ইভান্স, ক্রিস গ্রেভস, অলি হ্যারিস, মিচেল লেস্ক, কলাম ম্যাকলিয়ড, জর্জ মুন্সি, সাইফান শারিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইড় ওয়াল্যান্স, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়াইল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

আফগানিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন শেহজাদ-শাপুর

আফগানিস্তানের বিশ্বকাপ দলে ফিরলেন শেহজাদ-শাপুর

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নেই হোল্ডার-নারিন, চমক রবি রামপাল

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নেই হোল্ডার-নারিন, চমক রবি রামপাল

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই তাহির-ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই তাহির-ডু প্লেসিস