ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নেই হোল্ডার-নারিন, চমক রবি রামপাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দলে নেই হোল্ডার-নারিন, চমক রবি রামপাল

চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্ব আসরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তবে দলে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার এবং স্পিনার সুনীল নারিন। দীর্ঘ ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন পেসার রবি রামপাল।

সর্বশেষ ২০১৫ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন পেসার রবি রামপাল। এরপর থেকে জাতীয় দলের ধারের কাছেও ছিলেন না তিনি। চলমান ক্যারিবিয়ান লিগে (সিপিএল) ৮ ম্যাচে ৭ দশমিক ২০ গড়ে ১৭ উইকেট শিকার করেন। সিপিএলের দুর্দান্ত পারফর্মেন্সের কারণেই ছয় বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের দায়িত্বে থাকবেন কাইরন পোলার্ড। তার সহকারী হিসেবে থাকবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান।

সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলের মাঠে নেমেছিলেন সুনীল নারিন। তবে এরপর থেকে ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত পারফর্ম করলেও সবসময়ই জাতীয় দলে উপেক্ষিত ছিলেন। বিশ্বকাপেও উপেক্ষার শিকার হয়েছেন তিনি।

এছাড়াও সাবেক ক্যারিবিয়ান টেস্ট অধিনায়ক জেসন হোল্ডারও বিশ্বকাপ দলে সুযোগ পাননি। তবে স্ট্যান্ড বাই হিসেবে বিশ্বকাপ দলের সফরসঙ্গী হবেন।

সিপিএলে দুর্দান্ত পারফর্মেন্স করে জাতীয় দলে জায়গা পেয়েছেন রোস্টন চেজ। তবে এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেইস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

স্ট্যান্ডবাই
ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, আকিল হোসেইন, জেসন হোল্ডার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই তাহির-ডু প্লেসিস

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা, নেই তাহির-ডু প্লেসিস

চমক রেখেই বিশ্বকাপ স্কোয়াড দিল ইংল্যান্ড

চমক রেখেই বিশ্বকাপ স্কোয়াড দিল ইংল্যান্ড

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

তামিমকে বাদ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরেই খেলছেন তারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরেই খেলছেন তারা