সুপার ওভার রোমাঞ্চে জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
সুপার ওভার রোমাঞ্চে জিতলো অস্ট্রেলিয়া

ইনজুরিতে বলতে গেলে পুরো অ্যাশেজই মিস করেছিলেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জশ হ্যাজলেউড। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন আরও ভয়ঙ্কর হয়ে। তার সেই ঝাঁঝটা টের পাচ্ছে সফরকারী শ্রীলঙ্কা। হ্যাজলেউডের বোলিং ঝলকে অস্ট্রেলিয়া সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুপার ওভার রোমাঞ্চে হার মেনেছে দাসুন শানাকার দল।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিং পায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে করে ছোট ছোট ইনিংসে ভর করে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৪ রানের লড়াকু পুঁজি জমা করে অজিরা।

অস্ট্রেলিয়ার পক্ষে এই ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন তরুণ জশ ইংলিশ। দলের পক্ষে ৩২ বলে চারটি চারের মারে সর্বোচ্চ ৪৮ করেছেন তিনি। বাকিদের মধ্যে বলার মতো ২৫ রান করেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া দুই অঙ্কের কোটা পেরিয়েছেন বাকিরাও।

১৬৫ রানের জবাবে খেলতে নেমে ওপেনার পাথুম নিশানকা ছাড়া লঙ্কানদের টপ অর্ডারের আর কেউ দাঁড়াতেই পারেনি অজি বোলিং লাইনআপের সামনে। ৫৩ বল খেলে ৭ চার ও ২ ছক্কায় ৭৩ রান করে নিশানকা আউট হন শেষ ওভারে। বাকিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করে দাসুন শানাকা।

শেষ ওভারে শ্রীলঙ্কার জিততে প্রয়োজন ছিল ১৯ রান । এখানেই ভুল করে বসেন অজি কাপ্তান ফিঞ্চ। তিনি বোলিংয়ে আনেন মার্কাস স্টোনিয়াসকে। স্টোনিয়াসকে বেধড়ক পিটিয়ে শেষ ওভারে ১৮ রান তুলে নেয় লঙ্কানরা। জিততে না পারলেও হারার আগে হারবো না মনোভাব নিয়েই যেন নেমেছিল তারা।

দুই দলের স্কোর সমান হওয়ার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এখানেই ভেলকিটা দেখান হ্যাজলেউড। সুপার ওভারে বল করতে এসে কোনো বাউন্ডারী হজম না করে মাত্র ৫ রান দিয়েছেন তিনি। জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার ওভারে ৯ রান তুলে সহজেই জয় নিয়ে মাঠ ছাড়েন স্টোনিয়াস ও ম্যাক্সওয়েল।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ক্যানবেরাতে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন আফ্রিদী

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে চান শাহীন আফ্রিদী

বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ার শুভ সূচনা

বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ার শুভ সূচনা

ম্যাকডোনাল্ডের প্রশংসায় পঞ্চমুখ অ্যারন ফিঞ্চ

ম্যাকডোনাল্ডের প্রশংসায় পঞ্চমুখ অ্যারন ফিঞ্চ

অস্ট্রেলিয়ার কোচ হতে চান না গিলেস্পি

অস্ট্রেলিয়ার কোচ হতে চান না গিলেস্পি