চার দলের শীর্ষ দু'য়ে থাকার লড়াই
প্রথম ম্যাচ থেকেই ধারাবাহিক জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথম থেকেই তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদলগুলোর চেয়ে এখনও তারা দুই পয়েন্ট এগিয়ে। তবুও তাদের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত নয়। প্লে-অফ নিশ্চিত করা বাকি তিন দলের চেয়ে সিলেট যে একটি ম্যাচ বেশিও খেলেছে।