ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব, মত সাকিবের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ২৮ জুন ২০২২
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব, মত সাকিবের

টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে হয়তো কম মানুষই খুব বেশি আশা করেন। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হোয়াইটওয়াইশ কিছুটা অনুমেয় তো ছিলই। তবে তবে সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে টাইগারদের নিয়ে সমর্থকদের প্রত্যাশা একটু বেশিই থাকে। ক্রিকেটাররাও বোঝেন সেটা। তাইতো টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর সাকিব বলছেন, টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব।

২০১৮ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজে পূর্নাঙ্গ সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। টেস্টে হোয়াইটওয়াশ হলেও সাদা বলের ক্রিকেট দুটো সিরিজই জিতেছিল টাইগাররা।

সমর্থকদের আশা এবারও সেরকম কিছুই হবে। সাকিবও সুর মেলালেন তাদের সঙ্গেই। বলেন, ''আমাদের অবশ্যই অনেক জায়গা আছে উন্নতির। তবে দলগতভাবে খেলতে পারলে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব।"

চলতি বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপকে মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খুব গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। বিশ্বকাপের প্রস্ততি নিতে এসব সিরিজে ভালো খেলা জরুরী। সাকিবের কথাতেও মিললো একই সুর। 

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়লেন অধিনায়ক রিয়াদ

সাকিব বলেন, “আমাদের যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজ। এরপর এশিয়া কাপ খেলব, তার পরই বিশ্বকাপ। সে দিক থেকে সময় নেই। খুবই গুরুত্বপূর্ণ।”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলা সবসময় চ্যালেঞ্জিং বলে মনে করেন সাকিব। সেপ্টেম্বরে এশিয়া কাপে ভালো করার জন্য এই সিরিজে ভালো ক্রিকেট খেলা প্রয়োজন, মত সাকিবের।

sportsmail24

“ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বীতামূলক দলের সঙ্গে খেলাটা বড় চ্যালেঞ্জ। এখানে ভালো করতে পারলে শ্রীলঙ্কায় এশিয়া কাপে খুব ভালোভাবে কাজে আসবে এ মানসিকতাটা, আত্মবিশ্বাসটা। আমরা জানি এশিয়া কাপ খুবই কঠিন হবে, যেখানে ভারত-পাকিস্তান (আছে), এমনকি আফগানিস্তানও এশিয়ার ভালো একটা দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে খুবই ভালো খেলছে” যোগ করেন সাকিব।

সর্বশেষ সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। যদিও শেষ ১০ টি-টোয়েন্টিতে ৯টিতে হার, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজে সময়েরই প্রতিচ্ছবি। অন্যদিকে দেশের মাটিতে সর্বশেষ সিরিজে ৩-২ ব্যবধানের ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

চলতি বছরের ২ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট সংস্কৃতি আগেও ছিল না, এখনো নেই: সাকিব

টেস্ট সংস্কৃতি আগেও ছিল না, এখনো নেই: সাকিব

বন্যার্তদের সাহায্যে নিজের এক মাসের বেতন দান করছেন মুশফিক

বন্যার্তদের সাহায্যে নিজের এক মাসের বেতন দান করছেন মুশফিক

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

‘রোটেশন’ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ

বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ

বিসিবি সভাপতির দৃষ্টিতে টেস্টে ‘উন্নতি’ করছে বাংলাদেশ