কোহলি-বুমরাহকে ছাড়াই ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি খেলবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৪ জুলাই ২০২২
কোহলি-বুমরাহকে ছাড়াই ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি খেলবে ভারত

আগে থেকেই গুঞ্জন ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটি পেতে পারেন বিরাট কোহলি। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি খেলবে ভারত। এছাড়াও পেসার জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে বিসিসিআই। ১৮ সদস্যের দলে নেই বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহ। বিরাট কোহলি ছুটি নিলেও বিশ্রাম পেয়েছেন বুমরাহ।

ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। এছাড়াও ফিরেছেন লোকেশ রাহুল, কুলদ্বীপ যাদব ও রবিচন্দন অশ্বিন। যদিও রাহুল ও কুলদ্বীপের ক্যারিবিয়ানে খেলা নির্ভর করছে তাদের সুস্থ হওয়ার উপর।

খারাপ ফর্মে থাকা বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিল দেশটির অনেকেই। এর মধ্যেই তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন। অনেকেই তার এই ছুটিকে দল থেকে বাদ দেওয়ার উপায় বলে বলছেন।

আইপিএলে নজর কাড়া উমরান মালিকের উপর ক্যারিবিয়ানে ভরসা রাখে নাই ভারতীয় নির্বাচকরা। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার আর্শদ্বীপ সিং।

ওয়েস্ট ইন্ডিজে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে চলতি বছরের ২৯ জুলাই। সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। বাকি দুই ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা।

ভারত টি-টোয়েন্টি স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দন অশ্বিন, রবি বিষ্ণুই, কুলদ্বীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হার্শাল প্যাটেল, আর্শদ্বীপ সিং।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

দুই বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ

দুই বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ

কোহলির ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই: গাভাস্কার

কোহলির ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই: গাভাস্কার

ভারতে ‘ভুয়া আইপিএল’, প্রতারিত রাশিয়ানরা

ভারতে ‘ভুয়া আইপিএল’, প্রতারিত রাশিয়ানরা

ভারত-বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে ইচ্ছুক বিসিসিআই

ভারত-বিশ্ব একাদশ ম্যাচ আয়োজনে ইচ্ছুক বিসিসিআই