গিলক্রিস্টের দৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে উঠতে পারবে না বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৯ জুলাই ২০২২
গিলক্রিস্টের দৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিতে উঠতে পারবে না বাংলাদেশ

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। দিন যত ঘণিয়ে আসছে, বিশ্বকাপ নিয়ে ততই আলোচনা বাড়ছে।দলগুলোও ফল পক্ষে আনতে পরিকল্পনা গোছানো শুরু হয়েছে। অনেকেই এখন থেকেই ভবিষ্যদ্বাণী দিতে শুরু করেছেন, বিশ্বকাপে কোন দল কতদূর যাবে।

অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট এবার বেঁছে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট, যেখানে নেই বাংলাদেশের নাম। তার মতে স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত, ইংল্যান্ড ও পাকিস্তান। 

বলেন, "হোম কন্ডিশনে অস্ট্রেলিয়াকে হারানো খুব কঠিন হবে। যদিও আমি চ্যাম্পিয়ন বাছাই করতে পারবো না, তবে আমি নিশ্চিত যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান শীর্ষ চারে থাকবে।"

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু এরপর আর ফাইনালে উঠতে পারেনি তারা। ২০২১ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া: পন্টিং

প্রথম আসরে ভারতের কাছে হারলেও দ্বিতীয় আসরে ২০০৯ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ২০২১ বিশ্বকাপেও অন্যতম ফেভারিট ছিল তারা। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে আটকে যায় তারা। 

অন্যদিকে ইংল্যান্ড একবার শিরোপা জিতেছে। ২০২১ সালের বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের সাথে পেরে ওঠেনি তারা।  

১৩ দেশ ঘুরবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিতেলও টি-টোয়েন্টি বিশ্বকাপ না জেতার আক্ষেপ ছিল অস্ট্রেলিয়ার। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে সে আক্ষেপ ঘুচিয়েছে অজিরা। 

চলতি বছরের ১৬ অক্টোবর প্রাথমিক পর্বে শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সুপার টুয়েলভ দিয়ে ২২ অক্টোবর শুরু হবে চূড়ান্ত পর্ব। প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শক-মিডিয়ার চাপ সামলে বিশ্বকাপে ম্যাচ জিততে চান ডমিঙ্গো

দর্শক-মিডিয়ার চাপ সামলে বিশ্বকাপে ম্যাচ জিততে চান ডমিঙ্গো

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরলো জিম্বাবুয়ে, সঙ্গী নেদারল্যান্ডস

ধাওয়ানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চান না গাভাস্কার

ধাওয়ানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চান না গাভাস্কার

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার

আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি লিগে সর্বোচ্চ পারিশ্রমিক সাড়ে ৪ লাখ ডলার