'বোলারদের ব্যর্থতাতেই ভারতের বিপক্ষে হার'

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৮ অক্টোবর ২০২২
'বোলারদের ব্যর্থতাতেই ভারতের বিপক্ষে হার'

নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৫৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমে বোলিং করতে নেমেই ভারতীয় ওপেনারদের তোপের মুখে পড়েন স্বাগতিক বোলাররা।

ইনিংসে প্রথম দশ ওভারেই বাংলাদেশকে রানের নীচে চাপা দেন ভারতীয় ব্যাটাররা। ম্যাচ শেষে ভারতের বিপক্ষে হারের জন্য বোলারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জ্যোতি বলেন, “আমরা পাওয়ার প্লে এবং তার পরেও ভালো বোলিং করিনি। আমরা প্রচুর আলগা বোলং করেছি এবং তারা (ভারত) খুব ভালো হিট করেছে। আমাদের মূল বোলাররা সঠিক জায়গায় বল করতে পারেননি।”

১৫৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে’তে ঝড়ো শুরু দরকার ছিল বাংলাদেশের। কিন্তু দুই ওপেনার ঝড়ো শুরু তো দূরের কথা, রান করতেই হিমশিম খাচ্ছিলেন। 

জ্যোতির কণ্ঠে তাই পাওয়ার প্লে’তে ঝড়ো শুরু না করতে পারার আক্ষেপও ঝড়েছে ম্যাচ শেষে। “আমরা  ব্যাটিং পাওয়ার প্লে’তে ঝড়ো শুরু করতে পারিনি। এটাই আমাদের ম্যাচ থেকে একদম ছিটকে দিয়েছে” যোগ করেন জ্যোতি।

প্রথম দশ ওভারে ভারত রানের বন্যা বইয়ে দিলেও শেষ দশ ওভারে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ। এতে করে শেষ দিকে ভারতের আক্রমণে ধার কমেছে অনেকটাই। রুমানা আহমেদ একাই নিয়েছেন তিন উইকেট।

শুরুতে ভারতের আক্রমণের সামনে কেন রুমানাদের করানো হলো না ম্যাচ শেষে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সাম্প্রতিক পাওয়ার প্লে’তে ভালো করাতেই মেঘলা ও নাদিয়াদের উপর ভরসা রেখেছেন বলে জানিয়েছেন জ্যোতি।

“এটা আমাদের পরিকল্পনা (পাওয়ার প্লে’তে) ছিল। কারণ মেঘলা ও নাহিদা পাওয়ার প্লে’তে দারুণ বোলিং করছিল এবং আমি এজন্যই তাদের তখন বোলিংয়ে এনেছি” বলেন বাংলাদেশ অধিনায়ক।  

সোমবার (১০ অক্টোবর) আসরে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি ফাইনালে ওঠার জন্য লঙ্কান মেয়েদের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের দেওয়া পাহাড় টপকাতে পারলো না বাংলাদেশ

ভারতের দেওয়া পাহাড় টপকাতে পারলো না বাংলাদেশ

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

আইসিসির মাস সেরা তালিকায় নিগার সুলতানা জ্যোতি

আইসিসির মাস সেরা তালিকায় নিগার সুলতানা জ্যোতি

টিকিট ছাড়া দেখা যাবে নারী এশিয়া কাপ

টিকিট ছাড়া দেখা যাবে নারী এশিয়া কাপ