ত্রিদেশীয় সিরিজে অনিশ্চিত লকি ফার্গুসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৫ পিএম, ০৯ অক্টোবর ২০২২
ত্রিদেশীয় সিরিজে অনিশ্চিত লকি ফার্গুসন

চলতি ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে দুই ম্যাচে খেলে একটিতে জয় তুলে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। কিন্তু কোনো ম্যাচেই কিউইদের একাদশে দেখা যায়নি পেসার লকি ফার্গুসনকে। 

পায়ের পেশির চোটের কারণেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি ফার্গুসনের। সেই চোট থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। 

ফলে চলতি সিরিজে তাকে কোনো ম্যাচে নাও দেখা যেতে পারে। তার চোটের বিষয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, “লকির (ফার্গুসন) পেশিতে কিছুটা চোট আছে। (ত্রিদেশীয় সিরিজে মাঠে না নামার) সম্ভাবনা আছে। আমরা দেখবো, আগামী কয়েক দিনে তার কতটা উন্নতি হয়।”

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণেই ফার্গুসনকে পায়নি নিউজিল্যান্ড। মাত্র এক সপ্তাহ পর পর্দা উঠবে এবারের আসরের।ফলে এবার আর ফার্গুসনকে নিয়ে মোটেও ঝুঁকি নিতে চায় না নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। 

আসন্ন বিশ্বকাপে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ফার্গুসনকে নিয়েই একাদশ সাজাবে নিউজিল্যান্ড। ফলে একাদশের এরকম একজন গুরুত্বপূর্ণ পেসারকে ঝুঁকিমুক্ত রাখতে চাইছে নিউজিল্যান্ড। 

চলতি বছরের ২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে্র ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই শিরোপা জেতা হয়নি কিউইদের।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচিং প্যানেলে জয়াবর্ধনে

বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোচিং প্যানেলে জয়াবর্ধনে

চারশো রানের ম্যাচে ইংল্যান্ড জিতলো আট রানে

চারশো রানের ম্যাচে ইংল্যান্ড জিতলো আট রানে

বাজে ব্যাটিংয়ে আবারও হারলো বাংলাদেশ

বাজে ব্যাটিংয়ে আবারও হারলো বাংলাদেশ

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম

বিশ্বকাপ দলে মুশফিক-রিয়াদের প্রয়োজনীয়তা দেখছেন তামিম