থাইল্যান্ডকে উড়ালো ভারত, আশা বেঁচে থাকলো বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১০ অক্টোবর ২০২২
থাইল্যান্ডকে উড়ালো ভারত, আশা বেঁচে থাকলো বাংলাদেশের

দিনের প্রথমার্ধে শ্রীলঙ্কার বিপক্ষে অপ্রত্যাশিত হারে নিজেরাই সেমিফাইনালের পথ কঠিন করে তুলেছিল বাংলাদেশ। তবে একই দিনের দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে বাংলাদেশের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ভারতের মেয়েরা। একই সাথে সেমিফাইনাল নিশ্চিত করেছে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। 

সোমবার (১০ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমে বোলিং করতে নেমেছিল ভারত। ইনিংসের শুরু থেকেই বল হাতে থাই ব্যাটারদের সামনে যেন বল যমদূত হয়ে ছুটে যাচ্ছিলেন ভারতীয় বোলাররা।

দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর ২০ রানে জোড়া উইকেট হারানোর পর চার রানে দুই উইকেট হারিয়ে ২৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে তারা।

বাকি পাঁচ উইকেট তুলতে ভারত সময় নিয়েছে মাত্র সাত ওভার। শেষ ১৩ রানে পাঁচ উইকেট হারিয়ে মোটে ৩৭ রানে অলআউট হয় থাইল্যান্ড। ভারতের পক্ষে বল হাতে চার ওভারে ৯ রান দিয়ে তিন উইকেট নিয়ে সেরা বোলার স্নেহা রানা।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও সময় নষ্ট করেননি দুই ভারতীয় ওপেনার। মাত্র এক উইকেট হারিয়ে ছয় ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। সাব্বিহেনি মেঘনা ১৮ বলে ইনিংস সর্বোচ্চ ২০ রানে অপরাজিত থাকেন। 

নারী এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে হারের পর সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার জন্য ভারতের বিপক্ষে থাইল্যান্ডের হারের প্রয়োজন ছিল বাংলাদেশের। 

এখন মঙ্গলবার (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই সেমি ফাইনালে নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা জ্যোতির দলের। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট ৪। 

অন্যদিকে ছয় ম্যাচে থাইল্যান্ডের ছয় ম্যাচে তিন জয়ে সংগ্রহ ৬ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় জিতলেই সেমিফাইনালে যাবে বাংলাদেশ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

সেপ্টেম্বরে আইসিসির মাস সেরা ভারত-পাকিস্তান

সেপ্টেম্বরে আইসিসির মাস সেরা ভারত-পাকিস্তান

বৃষ্টি আইনে হার, সেমির পথ কঠিন হলো জ্যোতিদের

বৃষ্টি আইনে হার, সেমির পথ কঠিন হলো জ্যোতিদের

ভারতের দেওয়া পাহাড় টপকাতে পারলো না বাংলাদেশ

ভারতের দেওয়া পাহাড় টপকাতে পারলো না বাংলাদেশ

'বোলারদের ব্যর্থতাতেই ভারতের বিপক্ষে হার'

'বোলারদের ব্যর্থতাতেই ভারতের বিপক্ষে হার'