প্রথমে বোলিং করবে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ এএম, ১২ অক্টোবর ২০২২
প্রথমে বোলিং করবে বাংলাদেশ, একাদশে পরিবর্তন

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে এ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে প্রথমে বোলিং করবে সাকিব আল হাসানের দল। 

সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। বাঁচা মরার এ লড়াইয়ে একাদশি একাধিক পরিবর্তন এনেছেন টিম ম্যানেজমেন্ট।

মেহেদী হাসান মিরাজের জায়গায় লম্বা সময় পর বাংলাদেশে একাদশে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। এছাড়া এই ম্যাচে পেস বোলিং আক্রমণে আনা হয়েছে দুই পরিবর্তন।

তাসকিন আহমেদ নেই আজকের ম্যাচে। তার জায়গায় একাদশে এসেছেন ইবাদত হোসাইন। অন্যদিকে হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দীন।

এ ম্যাচ জিতলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের। টাইগারদের বিপক্ষে আজ একাদশে তিন পরিবর্তন এনেছে কিউই টিম ম্যানেজমেন্ট।

নিয়মিত অধিনায়ক কেন উইলয়ামনকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া একাদশে নেই ব্লেইর টিকনার ও মিচেল স্যান্টনার ।

তাদের জায়গায় একাদশে ফিরেছেন মার্টিন গাপটিল, ট্রেন্ট বোল্ড ও অ্যাডাম মিলনে। কেন উইলিয়ামসনের জায়গায় অধিনায়কত্ব করছেন টিম সাউদি।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন।


নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, অ্যাডাম মিলনে, টিম সাউদি (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :