সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ১৬ অক্টোবর ২০২২
সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে ক্রিকেটের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যা ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো কার্যকর শুরু হয়েছে। এবার নতুন নিয়মের অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।

নতুন নিয়মগুলো হলো-

ক্যাচ আউটে নতুন ব্যাটারের অবস্থান
নতুন নিয়মে কোন ব্যাটার ক্যাচ আউট হলে ক্রিজে আসা নতুন ব্যাটার স্ট্রাইকেই খেলবেন। এতদিন এক্ষেত্রে নিয়ম ছিল-ব্যাটার ক্যাচ আউট হলে ক্রিজে থাকা দুই ব্যাটার যদি নিজেদের ক্রস করে ফেলেন, তা হলে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্তে থাকেন। নতুন নিয়মে এটি আর থাকছে না।

বলে লালার ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা অব্যাহত
করোনাভাইরাস শুরুর পর থেকে বলে লালা ব্যবহারে নিষিদ্ধ করেছিল আইসিসি। গত দু’বছর ধরে চলা সেই নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে তারা। আগের নিয়মে বলে লালা লাগালে প্রথমবার দলকে সতর্ক করা হতো। দ্বিতীয়বার করলে দেওয়া হতো শাস্তি।

পিচেই খেলতে হবে ব্যাটার ও বোলারকে
যেকোনো ডেলিভারি খেলার জন্য ব্যাটারের ব্যাট বা শরীরের যেকোনো অংশ পিচের ভেতরেই থাকতে হবে। না থাকলে ডেড বল হিসেবে গণ্য হবে। আবার বোলারের কোনো ডেলিভারি যদি ব্যাটারকে পিচের বাইরে নিয়ে যায়, তবে সেটি নো বল ডাকা হবে।

বোলিং শুরুর পর ফিল্ডিং পরিবর্তন করা যাবে না
বোলার বোলিংয়ের জন্য দৌঁড় শুরু করার পর ফিল্ডিং দল নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। নতুন নিয়মে এটি করলে ব্যাটিং দলকে পেনাল্টি হিসেবে পাঁচ রান দেওয়া হবে। পাশাপাশি ওই ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে।

নন স্ট্রাইকার ব্যাটারকে মানকাডিং আউটের বৈধতা
এতদিন ধরে মানকাডিং আউটকে স্পিরিট পরিপন্থী বিবেচনা করা হতো। তবে নতুন নিয়মে ম্যানকাডিং রান আউট হিসেবেই গণ্য হবে।

বোলিং ডেলিভারির আগেই নন স্ট্রাইকে থাকা রান আউটের চেষ্টা বাতিল
চলমান নিয়মে কোন বোলার বোলিং করার আগেই যদি দেখে, ব্যাটার পপিং ক্রিজে ছেড়ে ডাউন দ্য উইকেটে এসেছে, তখন থ্রো করে স্ট্রাইকের ব্যাটারকে রান আউটের সুযোগ আছে। তবে নতুন নিয়মে এটি করতে পারবে না। এ ডেলিভারিটি ডেড বল হিসেবে ঘোষণা করা হবে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে খেলতে আমরা প্রস্তুত: সাকিব

বিশ্বকাপে খেলতে আমরা প্রস্তুত: সাকিব

ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ: গেইল

ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ: গেইল

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ‘রহস্য’ জানালেন হ্যাজেলউড

অস্ট্রেলিয়া বিশ্বকাপের ‘রহস্য’ জানালেন হ্যাজেলউড

একমাস আগেই বিশ্বকাপের ৫ লাখের বেশি টিকিট শেষ

একমাস আগেই বিশ্বকাপের ৫ লাখের বেশি টিকিট শেষ