আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৬ অক্টোবর ২০২২
আমিরকে পেছনে ফেললেন ‌‘সবার ছোট’ আয়ান

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্ব কনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং অলরাউন্ডার আয়ান আফজাল খান। রোববার (১৬ অক্টাবর) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমেই এ বিশ্ব রেকর্ডের মালিক হন আয়ান।

১৬ বছর ৩৩৫তম দিনে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয়েছে আয়ানের। এ রকের্ড গড়ায় পাকিস্তানের মোহাম্মদ আমিরের গড়া বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি। ২০০৯ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ট ক্রিকেটার ছিলেন আমির।

২০০৯ সালে দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১৭ বছর ৫৫ দিনে অভিষেক হয়েছিল আমিরের। আমিরের সেই বিশ্ব রেকর্ডের ১২ বছর পর দখলে নিলেন আয়ান।

টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার রোমানিয়ার মারিয়ান ঘেরাসিমের। ২০২০ সালে বুলগেরিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির ১১০১তম ম্যাচে ১৪ বছর ১৬ দিনে অভিষেক হয়েছিল তার।

গত সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে সংক্ষিপ্ত ভার্সনে অভিষেক হয়েছিল আয়ানের। ওই সিরিজে প্রথমবারের মতো আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন আয়ান।

সিরিজে দুই ম্যাচ খেলে ব্যাট হাতে ২৫ রান ও বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন আয়ান। প্রথম ম্যাচে ব্যাট হাতে ২৫ ও বল হাতে ১৬ রানে ১ উইকেট নিয়েছিলেন আয়ান। দ্বিতীয়টিতে বল ৩৩ রানে ২ উইকেট নেন আয়ান।

এবার আয়ানের রেকর্ড গড়া বিশ্বকাপ মঞ্চে জয় বঞ্চিত হয়েছে তার দল সংযুক্ত আরব আমিরাত। রোববার (১৬ অক্টোবর) থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর এক জয় তুলে নেয় নেদারল্যান্ডস।

হেরে যাওয়া এ ম্যাচে ব্যাট হতে ৭ বলে ৫ রানের পাশাপাশি বল হাতে ৩ ওভারে ১৫ রান দিয়ে আয়ান শিকার করেছেন ১টি উইকেট। ম্যাচটিতে পরে ব্যাট করে ১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় নেদারল্যান্ডস।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

নেদারল্যান্ডসের রোমাঞ্চকর জয়

শীর্ষস্থান শক্তপোক্ত করার দারুণ সুযোগ সাকিবের

শীর্ষস্থান শক্তপোক্ত করার দারুণ সুযোগ সাকিবের

সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপের শুরুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটালো নামিবিয়া

বিশ্বকাপের শুরুতেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটালো নামিবিয়া