নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে ফিজ-আফিফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৫ নভেম্বর ২০২২
নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে ফিজ-আফিফ

বল হাতে আর মাত্র ৪ উইকেট শিকার করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। এমন সমীকরণ সামনে রেখে বিশ্বকাপে সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে রোববার (৬ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে ৪ উইকেট শিকার করলেই বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ১শ উইকেটের মালিক হবেন ফিজ।

মোস্তাফিজের আগে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১০৮ ম্যাচের ১০৬ ইনিংসে ১২৭ উইকেট আছে সাকিবের। ৭৭ ম্যাচের ৭৬ ইনিংসে ৯৬ উইকেট আছে মোস্তাফিজের।

২০১৫ সালের এপ্রিলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন মোস্তাফিজ।

এদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটার আফিফ হোসেন। ব্যাট হাতে আর ২১ রান করলেই বাংলাদেশের সপ্তম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রান পূর্ণ করবেন তিনি।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল আফিফের। এখন পর্যন্ত ৫৯ ম্যাচের ৫৪ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২০.৮২ গড়ে ৯৭৯ রান করেছেন বাঁ-হাতি এ ব্যাটার।

আফিফের আগে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ১ হাজার বা তার বেশি রান করেছেন অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস এবং সৌম্য সরকার।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সেরা টুর্নামেন্ট: শ্রীরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের সেরা টুর্নামেন্ট: শ্রীরাম

পাকিস্তানের বিপক্ষে মিরাকলের প্রত্যাশায় তাসকিন

পাকিস্তানের বিপক্ষে মিরাকলের প্রত্যাশায় তাসকিন

ফেক ফিল্ডিংয়ের জন্য কোহলি ‘দায়ী’

ফেক ফিল্ডিংয়ের জন্য কোহলি ‘দায়ী’

তিন ম্যাচ পর একাদশ থেকে বাদ সৌম্য সরকার

তিন ম্যাচ পর একাদশ থেকে বাদ সৌম্য সরকার