পাকিস্তান সুপার লিগে খেলবেন ডি ভিলিয়ার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮
পাকিস্তান সুপার লিগে খেলবেন ডি ভিলিয়ার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্লেয়ার ড্রাফটে এবারের মৌসুমে অন্যতম আকর্ষণ হয়ে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে এবারই প্রথমবারের মত চুক্তিভূক্ত হয়েছেন এবি।

এক ভিডিও বার্তায় ২০১৮-১৯ মৌসুমে পিএসএল’র সাথে চুক্তির বিষয়টি ঘোষণা দিয়েছেন ডি ভিলিয়ার্স নিজেই। সেখানে তিনি জানিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য তিনি মুখিয়ে আছে।

ডি ভিলিয়ার্স বলেন, ‘পাকিস্তান সুপার লিগ বর্তমানে বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম। সাম্প্রতীক সময় আমি পিএসএলের বেশ কয়েকটি ম্যাচ বেশ উপভোগ করেছি। এটা পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে যেতে অনেক সহযোগিতা করেছে। এখানে খেলার অপেক্ষায় আছি।’

চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডি ভিলিয়ার্স। আইপিএলে খেলেছেন ১১ বছর। এছাড়া বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ২০১৬ মৌসুমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও খেলেছেন।

ক্যারিয়ারে সর্বমোট ২৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ১৪৮ স্ট্রাইক রেটে ৬৬৪৯ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরি। এছাড়া দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১০টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ১৬৭২ রান।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি ডি ভিলিয়ার্সকে স্বাগত জানিয়ে বলেছেন, তার আগমন তরুণদের জন্য দারুন এক শিক্ষণীয় অভিজ্ঞতা হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

হাসপাতালে পাকিস্তানের ৮ ক্রিকেটার

হাসপাতালে পাকিস্তানের ৮ ক্রিকেটার

২০২০ সাল পর্যন্ত বিসিবির সঙ্গী হলো ইউনিলিভার

২০২০ সাল পর্যন্ত বিসিবির সঙ্গী হলো ইউনিলিভার

বিশ্বের দশম খেলোয়াড় কুক, যে রেকর্ড ভাঙার নয়

বিশ্বের দশম খেলোয়াড় কুক, যে রেকর্ড ভাঙার নয়

এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল

এশিয়া কাপে ডাক পেলেন মুমিনুল