‘আবেগ প্রভাব ফেলেছে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৩ ডিসেম্বর ২০১৮
‘আবেগ প্রভাব ফেলেছে’

ছবি: ক্রিকইনফো

ম্যাচে কিছু ভুল সিদ্ধান্ত ফলে বাংলাদেশের খেলোয়াড়দের উপর আবেগ প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হারে ৫০ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি দলের হারের কারণ জানান।

কোচ বলেন, “আগেও কিন্তু এরকম ঘটনা হয়েছে। আমি চেষ্টা করেছি, খেলোয়াড়েরা যেন এতে বেশি জড়িয়ে না পড়ে। আমি চেষ্টা করেছি ড্রেসিংরুম যেন শান্ত আর নির্ভার থাকে। আর অভিজ্ঞতা বলে এরকম চললে খেলায় মনোযোগ রাখাটা জরুরি। অনেক সময় আবেগ এখানে প্রভাব ফেলতে পারে। আজও সেটা হয়েছে। ওই মুহূর্তটা দলকে ক্ষতিগ্রস্ত করেছে।”

হারের জন্য অনাকাঙ্ক্ষিত বিরতিকেও দুষেছেন কোচ, এই অনাকাঙ্ক্ষিত বিরতিতে মোমেন্টাম ছুটে যায় বাংলাদেশের হাত থেকে। তেতে উঠা ওয়েস্ট ইন্ডিজ এরপর থেকে দল হিসেবে দারুণভাবে ঐক্যবদ্ধ হয়ে জিতে যায়।

“ওই বিরতি ম্যাচটা বদলে দিয়েছিল কি না? হ্যাঁ অবশ্যই। যদি আপনি আজকের ম্যাচ দেখেন, ওরা উড়ন্ত সূচনা পেয়েছিল, মোমেন্টাম ওদের পক্ষে ছিল। এরপর আমরা দারুণভাবে ম্যাচে ফিরে আসি। আমাদের ইনিংস শুরুর সময় মোমেন্টাম আমাদের পক্ষে ছিল। এরপর ম্যাচের মাঝে খেলা বন্ধ হওয়ায় মোমেন্টাম ওদের পক্ষে চলে যায়।”

“ওই ঘটনার পর থেকে ওয়েস্ট ইন্ডিজ দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে খেলেছে। আমি ছেলেদের ড্রেসিংরুমে শান্ত রাখার চেষ্টায় ছিলাম। ওদের বলতে চেয়েছি, ‘দেখ আমরা এখন ভালো অবস্থানে আছি। তোমরা সতর্ক থাক এবং যখন খেলা শুরু হবে তখন মনোযোগ ধরে রেখ।’ কারণ, এমন অবস্থায় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। দুঃখের বিষয় হচ্ছে, বার্তা দেয়ার পরও সেটা কাজে আসেনি। কারণ, এমন অবস্থায় সবসময় মাথা ঠাণ্ডা রাখা কঠিন। এটাই আমাদের হয়েছে, আমরা ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছি।”


শেয়ার করুন :


আরও পড়ুন

ভুল সিদ্ধান্ত নিয়ে যা বললেন ব্র্যাথওয়েট

ভুল সিদ্ধান্ত নিয়ে যা বললেন ব্র্যাথওয়েট

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯১

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯১

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারলো বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের

সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্য বাংলাদেশের