এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই রেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই রেকর্ড

ছবি: এফপি

গতরাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের ম্যাচে দু’টি রেকর্ডও গড়েছে প্রোটিয়ারা। প্রথমটি হলো, টি-২০ ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। অপরটি হলো, এই ফরম্যাটে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

গতরাতে কেপ টাউনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রান করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ প্রোটিয়াদের। পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৪ উইকেটে ১৭০ রান। ২০১৩ সালে এই কেপ টাউনেই ঐ স্কোরটি করেছিলো দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় উইকেটে ৭৩ বল মোকাবেলা করে ১৩১ রান জড়ো করেন হেনড্রিকস ও ডু-প্লেসিস। দ্বিতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি প্রোটিয়াদের। দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার আগের রেকর্ডটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৯ রান করেছিলেন কুইন্ট ডি কক ও রিলি রুশো। তবে দক্ষিণ আফ্রিকার টি-২০ ইতিহাসে ১৩১ রান চতুর্থ সর্বোচ্চ জুটি।


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের জয়রথ থামালো দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের জয়রথ থামালো দক্ষিণ আফ্রিকা

টেস্টের পর ওয়ানডে সিরিজও হারলো পাকিস্তান

টেস্টের পর ওয়ানডে সিরিজও হারলো পাকিস্তান

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে টাইগার যুবাদের ইংল্যান্ড বদ

সাকিবের দুর্দান্ত বোলিংয়ে টাইগার যুবাদের ইংল্যান্ড বদ

নিষিদ্ধ হলেন সরফরাজ

নিষিদ্ধ হলেন সরফরাজ