পিএসএলের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
পিএসএলের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদের জয়

পাকিস্তান সুপার লিগের(পিএসএল) চতুর্থ আসর উদ্ভোধনী ম্যাচ জয় দিয়ে ‍টুর্নামেন্ট শুরু করেছে ইসলামাবাদ ইউনাটেট। মোহাম্মদ হাফিজের লাহোর কালান্ডারসকে ৫ উইকেটে হারায় মোহাম্মদ সামির ইসলামাবাদ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইসলামাবাদ ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে লাহোর। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফখর জামান (৬৫)।

ইসলামাবাদের হয়ে চার ওভার বল করে ২৪ রান দিয়ে দু’টি উইকেট নেন ফাহিম আশরাফ। এছাড়া সামি, ওয়াকাস, সাদাব ও ডেলপর্ট নেন একটি করে উইকেট।

১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার বল হাতে রেখে ৫উইকেটে জয় তুলে নেয় ইসলামাবাদ। সর্বোচ্চ রান করেন হুসাঈন তালাত (৩৭)। লাহোরের হয়ে বল হাতে রাহাত আলি চার ওভার বল করে ২৯ রান দিয়ে ৪ উইকেট নেন।

এর আগে চতুর্থ আসরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনীয় অনুষ্ঠান সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশারফ উপস্থিত ছিলেন।

PSL

পাকিস্তানের টুর্নামেন্টটির এবারের আসরে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। এর আগে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান এবং তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছেন পিএসএলে। কিন্তু এবার নিউজিল্যান্ড সফর থাকায় টুর্নামেন্টটিতে অংশ নিতে পারেননি কোনো বাংলাদেশি ক্রিকেটার।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফের এসেক্সে আমির

ফের এসেক্সে আমির

টি-২০ ‍সিরিজ খেলতে জার্মানির দল ঘোষণা

টি-২০ ‍সিরিজ খেলতে জার্মানির দল ঘোষণা

এবার টি-২০ লড়াইয়ে নামছে ভারত-নিউজিল্যান্ড

এবার টি-২০ লড়াইয়ে নামছে ভারত-নিউজিল্যান্ড

ওয়ানডের পর টি-২০ সিরিজ জিতে নেপালের রেকর্ড

ওয়ানডের পর টি-২০ সিরিজ জিতে নেপালের রেকর্ড