দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নেই ধোনি, ফিরেছেন হার্দিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ৩০ আগস্ট ২০১৯
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নেই ধোনি, ফিরেছেন হার্দিক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত দলে জায়গা হয়নি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এছাড়া দলে একটি মাত্র পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজেও দলে জায়গা পাননি মহেন্দ্র সিং ধোনি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে একটি মাত্র পরিবর্তন এনেছে ভারত। পেসার ভুবেনশ্বর কুমারের পরিবর্তে দলে ফিরেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ইংল্যান্ডে দ্বাদশ বিশ্বকাপের পরই ছুটি নেন ধোনি। ভারতীয় সামরিক বাহিনীতে যোগ দিতেই ছুটি নেন তিনি। ছুটিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলে জায়গা পাননি ধোনি। তবে ইতোমধ্যে ছুটি কাটিয়ে ফিরেছেন এ ডান-হাতি ব্যাটসম্যান।

ভারতের বিভিন্ন গণমাধ্যম আগেই জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকা সিরিজে জায়গা হারাতে পারেন ধোনি। সেটিই সত্য হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দলেও জায়গা হয়নি তার। ফলে ধোনির পরিবর্তে এবারও উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন ঋসভ পান্থ।

এদিকে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের কথা চিন্তা করেই বুমরাহকে টি-২০তে বিশ্রামে রাখে ভারত।

ভুবেনশ্বর-বুমরাহ না থাকাতে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। পেস বিভাগে রয়েছেন নবদ্বীপ সাইনি, দীপক চাহার ও খলিল আহমেদ। তিনজনে সর্বমোট ১১টি টি-২০ ম্যাচ খেলেছেন।

দুই স্পিনার যুজবেন্দ্রা চাহাল-কুলদীপ যাদবকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ভারতের স্পিন সামলানোর দায়িত্ব পড়েছে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা-ক্রুনাল পান্ডিয়া, অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দর ও লেগ-স্পিনার রাহুল চাহারের ওপর।

ভারতের টি-২০ দল
বিরাট কোহলি (অধিনায়ক), মনিষ পান্ডিয়া, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ঋসভ পান্থ, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর এবং রাহুল চাহার।


শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

ধোনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

এবার ব্যাটিং কোচের খোঁজে ভারত

এবার ব্যাটিং কোচের খোঁজে ভারত

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

যা পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি : কোহলি

যা পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি : কোহলি