সানজিদার দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৯
সানজিদার দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩০

ফাইল ছবি

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সংগ্রহ ১৩০ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৭১ রান করেছেন ওপেনার সানজিদা ইসলাম।

টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে ইতোপূর্বেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করা বাংলাদেশ নারী দল। ৭১ রানে অপরাজিত ছিলেন ওপেনার সানজিদা ইসলাম। ৬০ বলের ইনিংসে ছয়টি বাউন্ডিারি ও তিনটি ওভার বাউন্ডারি হাকান তিনি।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে আরেক ওপেনার মুরশিদা খাতুনের ব্যাট থেকে। ৩৪ বল মোকাবেলায় চারটি বাউন্ডিারি হাকান তিনি।

এ দুজন ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। অন্যদিকে নাটায়া বুচাথাম ৩১ রানে নিয়েছেন দুই উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২০ নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

২০২০ নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

টানা জয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

টানা জয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশি মেয়েদের বড় জয়

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশি মেয়েদের বড় জয়