বন্ধ্যাত্ব ঘোচানো সুযোগ ভারতের, দক্ষিণ আফ্রিকা চাই সমতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯
বন্ধ্যাত্ব ঘোচানো সুযোগ ভারতের, দক্ষিণ আফ্রিকা চাই সমতা

ছবি : বিসিসিআই

দক্ষিণ আফ্রিার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয়টিতে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।

এদিকে তৃতীয় ও শেষ টি-২০ জিতে সিরিজ জয় করতে চায় ভারত। অপরদিকে সিরিজ হার এড়াতে তৃতীয় ম্যাচে জয় ছাড়া কিছ্ইু ভাবার নেই দক্ষিণ আফ্রিকার। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি।

২০১৫ সালে প্রথম ভারতের মাটিতে দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। সেটইি ছিল ভারতের মাটিতে প্রথম ও শেষ টি-২০ সিরিজ প্রোটিয়াদের। ওই দুই ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাই প্রোটিয়াদের বিপক্ষে দেশের মাটিতে ভারতের সিরিজ জয়ের রেকর্ড নেই।

তবে এবার সেই বন্ধ্যাত্ব ঘোচানো সুযোগ পেল ভারত। ইতোমধ্যে দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে তারা। তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে বা না হারলে দেশের মাটিতে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত।

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি ভারত-দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে মুখিয়ে থাকা দু'দলই ব্যাট-বল হাতে লড়াই করার সুযোগ পেয়েছিল। ওই ম্যাচে টস জিতে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে অধিনায়ক বিরাট কোহলির ৫২ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭২ রানে ৭ উইকেটে জয় পায় ভারত।

তৃতীয় ও শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিজেদের করে নিতে চায় ভারত। এমনটাই জানিয়েছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। বলেন, দ্বিতীয় ম্যাচে আমরা শতভাগ ভালো পারফরমেন্স করেছি। এমনটিই তৃতীয় ম্যাচেও করতে চাই।

তিনি আরও বলেন, আমরা এ সিরিজটি জিততে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের সুযোগ আমাদের সামনে। আশা করি, ব্যাঙ্গালুরুতে সিরিজ জয়ের আনন্দ করতে পারবে দল। এ জন্য তিন বিভাগেই ভালো পারফরমেন্স করতে হবে আমাদের।

অন্যদিকে ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ হার এড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। এ জন্য মিডল ও লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় স্কোর চান প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস।

তিনি বলেন, আমরা ভালো শুরু করেছিলাম। সামনে থেকে দলকে বড় স্কোরের ভীত গড়েছিলেন ডি কিক। তাকে ভালো সঙ্গ দিয়েছিলেন তেম্বা বাভুমা। ডি কক-বাভুমা প্রথম ১০ ওভারে দলকে ভালো অবস্থায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা ভালো করতে না পারায় ভারতের বিপক্ষে লড়াকু সংগ্রহ পায়নি দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজ বাঁচাতে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হতে হবে।

এদিকে ভারতের বিপক্ষে টি-২০ লড়াইয়ে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে ৫টি জিতেছে প্রোটিয়ারা। ভারতের জয় ৯টিতে।

ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, খলিল আহমেদ, দীপক চাহার, রাহুল চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, মনিষ পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ঋষভ পান্থ, লোকেশ রাহুল, নভদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দর।

দক্ষিণ আফ্রিকা দল
কুইন্ট ডি কক (অধিনায়ক), তেম্বা বাভুমা, জুনিয়র ডালা, বিয়র্ন ফরটুইন, ব্যুরান হেনড্রিকস, রেজা হেনড্রিকস, ডেভিড মিলার, এনরিখ নর্টি, আন্দিে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, জেজে স্মুটস) ও ভ্যান ডার ডুসেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে সহজে হারালো ভারত

কোহলির ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে সহজে হারালো ভারত

স্টেডিয়ামে কোহলির নামে প্যাভিলিয়ন

স্টেডিয়ামে কোহলির নামে প্যাভিলিয়ন

ভারতের বিপক্ষে প্রোটিয়াদের বাড়তি শক্তি আইপিএল অভিজ্ঞতা

ভারতের বিপক্ষে প্রোটিয়াদের বাড়তি শক্তি আইপিএল অভিজ্ঞতা

নতুন নিয়মে কোচ নিয়োগ দিল দক্ষিণ আফ্রিকা

নতুন নিয়মে কোচ নিয়োগ দিল দক্ষিণ আফ্রিকা