ফাইনালের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯
ফাইনালের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ফাইল ছবি

ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। জিম্বাবুয়ের পর টানা দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এমন জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন।

ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তানের। তাই লিগ পর্বের শেষ ম্যাচটি দু’দলের জন্য ছিল নিয়মরক্ষার ম্যাচ। তারপরও চ্যালেঞ্জ ছিল। কারণ, ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ দু’দলের সামনেই। আর সেই লড়াইয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশি বোলারদের নৈপুণ্যে ৭ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি প্রথমে ব্যাট করা আফগানিস্তান। জবাবে ব্যাট হাতে একাই লড়ে বাংলাদেশকে ৪ উইকেটে জয়ের স্বাদ দেন অধিনায়ক সাকিব। ৮টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৭০ রান করেন সাকিব। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, এমন জয় আমাদের প্রেরণা যোগাবে এবং অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে ফাইনাল খেলতে নামবো আমরা। মিরপুরে ফাইনালের কন্ডিশন হবে ভিন্ন। তবে আফগানিস্তানকে হারানোর জন্য আমাদেরই সেরাটাই উজার করে দেব।

সাকিবের সাথে একই সুরে কথা ললেন মোসাদ্দেক। ১২ বলে ১৯ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে সাকিবের সাথে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মোসাদ্দেক। লিগ পর্বের শেষ ম্যাচের জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়ে গেছে বলে জানান মোসাদ্দেক।

বলেন, ‘ফাইনালের আগে এমন একটা ম্যাচ জেতা খুব দরকার ছিল। তবে জিতেছি বলে আকাশে উড়ছি না, আবার হেরে গেলেও মাটিতে পড়ে যেতাম না। ফাইনালে যে কোনও কিছুই হতে পারে। তবে জয় সব সময়ই একটা দলকে আত্মবিশ্বাসী করে।

শেষ দুই ম্যাচের পারফরমেন্স ধরে রাখতে পারলে ফাইনালে আফগানিস্তানকে হারানো অসম্ভব কিছু না বলে জানান মোসাদ্দেক। বলেন, শেষ দু’টি ম্যাচে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এভাবে ফাইনালেও খেলতে পারলে শিরোপা জয় অসম্ভব কিছু না।

লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে প্রতিপক্ষ সর্ম্পকে ভালো ধারণা পেয়েছে দল বলে জানান মোসাদ্দেক, ‘আমরা এখন বুঝতে পারছি যে, তাদের সাথে কিভাবে খেলতে হবে। আমার মনে হয়, পরিকল্পনাগুলো আমরা ভালোভাবে ব্যবহার করেছি। ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত থাকলে ফাইনালে ভালো করবে দল।’

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের ফাইনালে লড়বে বাংলাদেশ-আফগানিস্তান। এর আগে লিগ পর্বের প্রথম ম্যাচে মিরপুরে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ।


শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

অবশেষে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

মাশরাফিকে নিয়ে যা বললেন মাসাকাদজা

মাশরাফিকে নিয়ে যা বললেন মাসাকাদজা

পর্যবেক্ষণে রশিদ খান, ফাইনালে অনিশ্চিত

পর্যবেক্ষণে রশিদ খান, ফাইনালে অনিশ্চিত

তামিমকে সরিয়ে শীর্ষে সাকিব

তামিমকে সরিয়ে শীর্ষে সাকিব