ফেভারিট তকমা মানতে নারাজ রোহিত, চান ভালো খেলতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০৯ নভেম্বর ২০১৯
ফেভারিট তকমা মানতে নারাজ রোহিত, চান ভালো খেলতে

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ের পর ফেভারিটের তকমা নিতে রাজি নন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের চাইতে ভালো পারফরমেন্স করতে চান তিনি।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘টি-২০ ক্রিকেটে ফেভারিটের তকমা কোন কাজে দেয় না। তাই গুরুত্বপূর্ণ দিনে প্রতিপক্ষের চেয়ে ভালো করতে পারাটা জরুরি। আমরা মাঠে নিজেদের সেরাটা দিতে চাই। ভালো খেললেই ম্যাচ জয় সম্ভব, ফেভারিটের তকমা দিয়ে নয়।’

বাংলাদেশের প্রশংসা করে রোহিত বলেন, ‘প্রথম দিন বাংলাদেশ ভালো করেছে, তাই তারা ম্যাচ জিতেছে। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করেছি, তাই আমরা জিতেছি। গুরুত্বপূর্ণ দিনে প্রতিপক্ষের চেয়ে আমাদের ভালো করতে হবে। এটি আমরা বিশ্বাস করি এবং এটিই আমাদের আলোচনার প্রধান বিষয়।’

দেশের মাটিতে কখনো টি-২০ সিরিজ হারেনি ভারত। যদি বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারে ভারত তবে সেই রেকর্ড অক্ষুণ্ন থাকবে। আর বিপরীতের ভারতের বিপক্ষে টি-২০ জয় করতে পারলে বাংলাদেশের জন্য তা হবে রেকর্ড।

স্লো উইকেটে কেমন পারদর্শী সেই সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। তাই দিল্লিতে প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটিং উইকেটে হতাশ করে বাংলাদেশ। ৮ উইকেটের হার হজম করে টাইগাররা।

নাগপুরে তৃতীয় ম্যাচে উইকেট অনেক বড় ফ্যাক্টর হবে। যদি আবারও স্লো পিচ হয় তাহলে বাংলাদেশ সুবিধা পাবে এটি ভালোভাবেই জানে ভারত। তবে পিচ নিয়ে চিন্তা নেই ভারত অধিনায়ক রোহিতের। খেলোয়াড়দের সামর্থ্য ও দক্ষতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

বলেন, ‘আমি এখনো উইকেট দেখিনি। তবে ক্রিকেট ম্যাচের জন্য খুবই ভালো ট্রাক নাগপুর। তবে সঠিক জায়গায় বল করতে পারলে বোলাররা সহায়তা পাবে। রাজকোটের পিচও বোলিং সহায়ক ছিল। আমাদের স্পিনাররা সেখানে ভালো টার্ন পেয়েছে। টি-২০তে দক্ষতা ও সামর্থ্য দরকার এবং শেষ ম্যাচে আমরা প্রদর্শন করেছি। তারা ঐ ম্যাচে যেভাবে শুরু করেছিল তাদের ১৫৩ রানের মধ্যে আটকে রাখতে পারাটা দুর্দান্তই ছিল। আমাদের দলে ভালো মানের স্পিনার রয়েছে যারা ইনিংসের মাঝের ওভারগুলোতে রানের গতি টেনে ধরতে পারে। যদি নিজের দক্ষতা ও সামর্থ্য থাকে তবে পিচ কোন ভূমিকা রাখে না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ জয়ে আশাবাদী কোচ ডোমিঙ্গো

সিরিজ জয়ে আশাবাদী কোচ ডোমিঙ্গো

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

ভুল থেকে শিক্ষা নিয়েছেন মুশফিক

রোহিতের ব্যাটিং তাণ্ডবে সমতায় ফিরলো ভারত

রোহিতের ব্যাটিং তাণ্ডবে সমতায় ফিরলো ভারত