ভারত-বাংলাদেশ উভয় দলের একাদশে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১০ নভেম্বর ২০১৯
ভারত-বাংলাদেশ উভয় দলের একাদশে পরিবর্তন

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ জয়ে সমতা বিরাজ করার শেষ ম্যাচটি হয়ে গেছে অতি গুরুত্বপূর্ণ। এ ম্যাচে যারাই জয়লাভ করবে তাদের হাতেই উঠবে সিরিজের ট্রফি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একটি করে পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে ভারত-বাংলাদেশ।

এদিকে সিরিজ নির্ধারিত এ ম্যাচে গুরুত্বপূর্ণ টসে জয়লাভ করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম ম্যাচে দিল্লিতে স্বাগতিক ভারতের বিপক্ষে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশে। যা নিজের টি-২০ ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রথম জয়। পরের ম্যাচে রোহিত শর্মা বিধ্বসী ব্যাটিং ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে গেছে ‘ফাইনাল’।

সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার বদলে দলে এসেছেন মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশে ন্যায় ভারত দলেও রয়েছে একটি পরিবর্তন। বাজে ফর্মের কারণে বাদ ক্রুনাল পান্ডিয়া। আর দলে ঢুকেছেন মনীষ পাণ্ডে।

বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, শিবম দুবে, মনীশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, খলিল আহমেদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ নির্ধারিত ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের টস জয়

সিরিজ নির্ধারিত ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের টস জয়

ইমার্জিং কাপে সৌম্য-আফিফ, অধিনায়ক শান্ত

ইমার্জিং কাপে সৌম্য-আফিফ, অধিনায়ক শান্ত

মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেন ইরফান

মাহমুদউল্লাহর মধ্যে ধোনিকে দেখেন ইরফান

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড

বিশ্বরেকর্ড গড়া ম্যাচে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড