লিটন-সৌম্যর অর্ধশতকে বাংলাদেশের স্কোর দুইশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২০
লিটন-সৌম্যর অর্ধশতকে বাংলাদেশের স্কোর দুইশ

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য জিম্বাবুয়েকে ২০১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে লিটন-সৌম্যর হাফ-সেঞ্চুরিতে ২০০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

সোমবার (৯ মার্চ) সিরিজের প্রথম টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ফলে ব্যাট হাতে মাঠে নামেন টাইগারদের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

ব্যাট হাতে দু’জনেই দুর্দান্ত শুরু করেন। বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে দলীয় ৯১ রানে। ৩ চার ও ২ ছয়ের সাহায্যে তামিম ৪১ রান করে ফিরে গেলেও ৪ চার ও ৩ ছয়ের সাহায্যে ৩১ বলে অর্ধ-শতক তুলে নেন লিটন দাস। অর্ধ-শতকের পর অবশ্য ৩৯ বলে ৫৯ রান করে সাজঘরে ফিরেন লিটন দাস।

লিটনের বিদায়ের পর ১৭ রান করে আউট হয়ে যান মুশফিকুর রহিম। শেষদিকে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের ২৫ বলে ৫০ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলে বাংলাদেশ। ৩২ বলে ৬২ রান করে সৌম্য ও ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন রিয়াদ। ১টি করে উইকেট নেন রাজা, এমপোফু ও ম্যাডভিরে।

স্কোরকার্ড:

বাংলাদেশ : ২০০/৩ (ওভার ২০), সৌম্য ৬২, লিটন ৫৯, ম্যাডভিরে ১/১৫

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আল-আমিন, সাইফুল ইমলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ
শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাসি কামুনহুকামবে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), তিনোতেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড তিরিপানো, ক্রিস এমপফু ও চার্ল মুম্বা।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে

বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে

করোনা সচেতনতায় মাঠে দর্শক সমাগমে কড়াকড়ি

করোনা সচেতনতায় মাঠে দর্শক সমাগমে কড়াকড়ি

মাশরাফি অসম্ভব জেদি, পিছু হটার লোক না : পাপন

মাশরাফি অসম্ভব জেদি, পিছু হটার লোক না : পাপন

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের

র‍্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশের