আইপিএল বন্ধের দাবিতে মামলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১১ মার্চ ২০২০
আইপিএল বন্ধের দাবিতে মামলা

বিশ্বের প্রায় ১শ' র অধিক দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাসের কারণে ক্রীড়াক্ষেত্রে বিস্তর প্রভাব পড়েছে। তারই ধারাবাহিকতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বন্ধের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে করা হয়েছে মামলা।

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএলের, তবে করোনাভাইরাস আতঙ্কে বন্ধ হওয়ার পথে এবারের আসর। বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি শুরুতে আশ্বাস দেয়ার পরও পাল্টে গেছে ভারতের চিত্র।

কর্নাটকে ইতোমধ্যে প্রায় ১০ জন নভেল করোনায় আক্রান্ত হয়েছেন। সেই আতঙ্কে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজন করতে চাইছে না রাজ্য সরকার। এ চরম পরিস্থিতিতে দেশে আইপিএল বন্ধে ভারতীয় সরকারকেও চিঠি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।

তারা বলেন, একসঙ্গে অনেক মানুষ কোনো স্থানে একত্র হলে সেখানে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। এ ভাইরাসের বাড়বাড়ন্তের মধ্যে দেশে আইপিএল আয়োজন কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। বিষয়টি নিয়ে তারা ভেবে দেখছেন বলেও জানিয়েছেন তিনি।

বিশ্বব্যাপী ব্যাপক প্রভাব ফেলছে করোনাভাইরাস। তবে ভারতে তা এখনও সেভাবে ছড়ায়নি বলে দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজন করতে চান তিনি। খেলা চলাকালীন ক্রিকেটার ও দর্শকদের সব রকম সুরক্ষার আশ্বাসও দিয়েছেন সৌরভ।

সৌরভ গাঙ্গুলি বলেন, আইপিএলের জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই। কী করা যায়, তা ঠিক করতে মেডিকেল দল ও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এরই মাঝে আইপিএল বন্ধের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী জি অ্যালেক্স বেনজিগার। দেশে করোনাভাইরাসের লাগামছাড়া প্রভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ মামলা করেছেন তিনি।

ওয়ান ইন্ডিয়ার এক সংবাদে জানানো হয়, আবেদনপত্রে বেনজিগার লিখেছেন– বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিবৃতি অনুযায়ী করোনাঘটিত রোগের কোনো চিকিৎসা নেই। বিচারপতি এমএম সুন্দ্রেশ ও কৃষ্ণাণ রামাস্বামীর ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার (১২ মার্চ) এ মামলার শুনানি হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

২০২১ নারী বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

২০২১ নারী বিশ্বকাপের সময়সূচি প্রকাশ

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

বাদ পড়া সৌম্য পেলেন ‘এ প্লাস’

সিরিজ নির্ধারণী ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা

সিরিজ নির্ধারণী ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা

তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ, নাকি জিম্বাবুয়ের কিছু প্রাপ্তি

তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশ, নাকি জিম্বাবুয়ের কিছু প্রাপ্তি